পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Congress MLA on Rape : বিধানসভায় ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক - ক্ষমা চাইলেন কর্নাটকের কংগ্রেস নেতা

কর্নাটক বিধানসভায় তুমুল হইচই ৷ একদিকে অধ্যক্ষ অধিবেশন শেষ করতে চাইছেন আর অন্য়দিকে বিধায়কের আরও বেশি সময় চাইছেন ৷ এমন সময় অধ্যক্ষকে উপদেশ দিলেন কর্নাটকের কংগ্রেস নেতা কে আর রমেশকুমার (When rape is inevitable lie down and enjoy, says former speaker K R Ramesh Kumar) ৷

K R Ramesh Kumar
কে আর রমেশকুমার

By

Published : Dec 17, 2021, 8:10 AM IST

Updated : Dec 17, 2021, 10:51 AM IST

কর্নাটক, 17 ডিসেম্বর : ধর্ষণ যখন হবেই, তখন শুয়ে তা উপভোগ করা উচিত, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা কংগ্রেস নেতা কে আর রমেশকুমার (K R Ramesh Kumar) ৷ বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি এই পরামর্শ দেন অধ্যক্ষকে (When rape is inevitable lie down and enjoy, says former speaker K R Ramesh Kumar) ৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে টুইট করেছেন রমেশকুমার ৷

এদিন বিধায়কেরা সাম্প্রতিক বৃষ্টি এবং তার ফলে তাঁদের বিধানসভা কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে চাইছিলেন ৷ তুমুল হট্টগোলের মধ্যে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না অধ্যক্ষ বিশ্বেশ্বর হেজ কাগেরি (Speaker Vishweshwar Hegde Kageri) ৷ কারণ হাতে সময় খুব বেশি ছিল না ৷ আর তিনিও 6টা নাগাদ অধিবেশন গুটিয়ে ফেলার চেষ্টা করছিলেন ৷ অন্যদিকে বিধায়কেরা তাঁদের নিজের নিজের কেন্দ্রের দুর্দশা নিয়ে আলোচনা করতে আরও সময় চাইছিলেন ৷

আরও পড়ুন : Virat Kohli : সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি বিরুষ্কা-কন্যাকে, দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের

এই প্রসঙ্গে কাগেরি হাসতে হাসতে বলেন, "আমি এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে আমায় এই সময়টা উপভোগ করে 'হ্যাঁ, হ্যাঁ' বলে যেতে হবে ৷ এই মুহূর্তে এটাই মনে হচ্ছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার হাল ছেড়ে শৃঙ্খলার মধ্যে দিয়ে অধিবেশন চালিয়ে যাওয়া দরকার ৷ সবাইকে বলা উচিত, আপনাদের যার যা বলার আছে, বলতে থাকুন ৷" তবে তাঁর একটাই আক্ষেপ, বিধানসভার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না ৷

এরই মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস বিধায়ক (Senior Congress MLA) রমেশকুমার নাক গলিয়ে বলে ওঠেন, "দেখুন, একটা কথা প্রচলিত আছে ৷ যখন ধর্ষণ নিশ্চিত, তখন শুয়ে পরে তা উপভোগ কর ৷ আপনি ঠিক এমনই একটা অবস্থায় রয়েছেন ৷"

তবে টুইটে ক্ষমা চেয়ে নিয়েছেন কংগ্রেস নেতা রমেশকুমার ৷ তিনি লিখেছেন, "আমি ভিতর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ 'ধর্ষণ' বিষয়ে আমি বিধানসভায় বৈষম্যমূলক এবং অসতর্ক মন্তব্য করেছি ৷ আমি ব্যাপারটাকে তুচ্ছ করে দেখিনি বা এই জঘন্য অপরাধকে হালকা চালে নিইনি ৷ কিন্তু হঠাৎ এমনটা বলে ফেলেছি ৷ এবার থেকে আমি সচেতন থাকব ৷"

Last Updated : Dec 17, 2021, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details