পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dalai Lama in Controversy: আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন দলাই লামা, রোষের মুখে ক্ষমাও চেয়েছেন

এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন দলাই লামা ৷ ডোনাল্ড ট্রাম্প থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক, এমন নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে রোষের মুখে পড়েছেন তিনি ৷

Dalai Lama ETV bharat
দলাই লামা

By

Published : Apr 10, 2023, 6:19 PM IST

সিমলা, 10 এপ্রিল:এক নাবালককে ঠোঁটে চুম্বন করেছেন ! তাঁর জিভ চুষতে বলেছেন ওই শিশুকে ! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দলাই লামার বিরুদ্ধে এমনই অভিযোগে সরব নেট নাগরিকরা ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, তাঁকে শ্রদ্ধা জানাতে আসা এক শিশুর ঠোঁটে চুম্বন করছেন দলাই লামা ৷ শুধু তাই নয় ৷ তাঁকে ওই শিশুকে বলতে শোনা যায়, "তুমি কি আমার জিভ চুষতে পারো ?" এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছেন বৌদ্ধ ধর্মগুরু ৷ তবে এই প্রথম নয় ৷ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ঘটনায় বিতর্কে জড়িয়েছেন তিনি ৷

2019 সালে বিবিসির সঙ্গে একটি সাক্ষাত্কারে দলাই লামা বলেছিলেন যে, একজন মহিলা যদি দালাই লামা হন, তবে তাঁকে অবশ্যই আকর্ষণীয় হতে হবে । তারপর তিনি একটি মুখভঙ্গি করে বলেছিলেন যে, যদি একজন মহিলা দালাই লামা একটি নির্দিষ্ট দিকে তাকান তবে কেউ তাঁর মুখ দেখতে পছন্দ করবে না । জনগণের ক্ষোভের পরে দলাই লামা এই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করে বলেন যে, তাঁর মন্তব্যে লোকেরা আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ।

ওই একই সাক্ষাত্কারে, দলাই লামা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর 'আমেরিকা ফার্স্ট' নীতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন । দালাই লামা বলেছিলেন যে, ট্রাম্পের নীতি আদর্শের অভাব রয়েছে এবং তাঁর আবেগ খুবই জটিল । ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির বিরুদ্ধে তাঁর আপত্তির কথা জানিয়ে দলাই লামা বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের 'বিশ্বব্যাপী দায়িত্ব' নেওয়া উচিত ।

এরপর আবারও দলাই লামা তাঁর মন্তব্যের জন্য বিতর্কে জড়ান ৷ এ বার তিনি বলেন, 'ইউরোপ ইউরোপিয়ানদের'। সুইডেনের মালমোতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যাওয়া উচিত । সত্যিকারের বিপদের সম্মুখীন একজন শরণার্থীকে সাহায্য করার জন্য ইউরোপ নৈতিকভাবে দায়ী বলে যুক্তি দিয়ে দলাই লামা বলেন, "তাঁদের গ্রহণ করুন, সাহায্য করুন...কিন্তু শেষ পর্যন্ত তাঁদের (শরণার্থীদের) নিজেদের দেশেরই উন্নতি করা উচিত ।"

2018 সালের অগাস্টে দলাই লামা আবারও তাঁর মন্তব্যের জন্য রোষের মুখে পড়েন । সে বার তিনি দাবি করেন যে, ভারত ও পাকিস্তান ঐক্যবদ্ধ থাকতে পারত যদি মহম্মদ আলি জিন্নাহকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেখার যে ইচ্ছা ছিল মহাত্মা গান্ধির তা পূরণ হত । বৌদ্ধ ধর্মগুরু দাবি করেন যে, জওহরলাল নেহরুর আত্মকেন্দ্রিক মনোভাবের কারণেই জিন্নাহ ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি । সাঁখালিমের গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন । যদিও পরে এই মন্তব্যের জন্য ক্ষমা চান দলাই লামা ।

আরও পড়ুন:শিশুকে ঠোঁটে চুম্বন ! ক্ষমা চাইলেন দলাই লামা, তাঁর আচরণের সপক্ষে যুক্তি দিলেন ভক্তরা

ABOUT THE AUTHOR

...view details