সিমলা, 10 এপ্রিল:এক নাবালককে ঠোঁটে চুম্বন করেছেন ! তাঁর জিভ চুষতে বলেছেন ওই শিশুকে ! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দলাই লামার বিরুদ্ধে এমনই অভিযোগে সরব নেট নাগরিকরা ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, তাঁকে শ্রদ্ধা জানাতে আসা এক শিশুর ঠোঁটে চুম্বন করছেন দলাই লামা ৷ শুধু তাই নয় ৷ তাঁকে ওই শিশুকে বলতে শোনা যায়, "তুমি কি আমার জিভ চুষতে পারো ?" এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছেন বৌদ্ধ ধর্মগুরু ৷ তবে এই প্রথম নয় ৷ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ঘটনায় বিতর্কে জড়িয়েছেন তিনি ৷
2019 সালে বিবিসির সঙ্গে একটি সাক্ষাত্কারে দলাই লামা বলেছিলেন যে, একজন মহিলা যদি দালাই লামা হন, তবে তাঁকে অবশ্যই আকর্ষণীয় হতে হবে । তারপর তিনি একটি মুখভঙ্গি করে বলেছিলেন যে, যদি একজন মহিলা দালাই লামা একটি নির্দিষ্ট দিকে তাকান তবে কেউ তাঁর মুখ দেখতে পছন্দ করবে না । জনগণের ক্ষোভের পরে দলাই লামা এই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করে বলেন যে, তাঁর মন্তব্যে লোকেরা আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ।
ওই একই সাক্ষাত্কারে, দলাই লামা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর 'আমেরিকা ফার্স্ট' নীতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন । দালাই লামা বলেছিলেন যে, ট্রাম্পের নীতি আদর্শের অভাব রয়েছে এবং তাঁর আবেগ খুবই জটিল । ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির বিরুদ্ধে তাঁর আপত্তির কথা জানিয়ে দলাই লামা বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের 'বিশ্বব্যাপী দায়িত্ব' নেওয়া উচিত ।