পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jaishankar on Rise of India: ইতিহাসের চাকা ঘুরছে...উত্থান ঘটছে ভারতের: জয়শংকর - ইতিহাসের চাকা ঘুরছে

ইতিহাসের চাকা ঘুরছে (Wheel of history is turning)...আর উত্থান ঘটছে ভারতের ৷ ভারতীয় সমাজে মন্দিরের (Temples in Indian Society) ভূমিকা নিয়ে বলতে গিয়ে রবিবার বারাণসীতে এ কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar on Rise of India)৷

Wheel of history is turning ...there is rise of India: S Jaishankar
ইতিহাসের চাকা ঘুরছে...উত্থান ঘটছে ভারতের: জয়শংকর

By

Published : Dec 11, 2022, 5:46 PM IST

বারাণসী (উত্তরপ্রদেশ), 11 ডিসেম্বর:ভারতীয় সমাজে মন্দিরগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar on Rise of India)৷ রবিবার বারাণসীতে তিনি বলেছেন যে, ক্রমবর্ধমান ভারতে "ইতিহাসের চাকা ঘুরছে" (Wheel of history is turning)। দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে কখনওই অবহেলা করা হবে না ।

বারাণসী সফরে ভারতীয় সমাজে মন্দিরের ভূমিকা নিয়ে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) বলেন, "আজ আমাদের বুঝতে হবে যে, ইতিহাসের চাকা ঘুরছে । এটি ফিরে আসছে । ভারতের উত্থান হচ্ছে । সেই যুগে মন্দিরের প্রতি অবহেলা ছিল ৷ সেটা ছিল এমন একটি যুগ যখন সবকিছু আমাদের কাছে বিরূপ ছিল ৷ তবে সেই যুগ আমাদের পিছনে রয়েছে ৷"

মন্দিরগুলি শুধু বিশ্বাস এবং উপাসনার স্থান নয় বরং এটি সামাজিক সম্প্রদায় কেন্দ্র বলে মত জয়শংকরের । বেশিরভাগই মন্দিরই ভারতীয় ঐতিহ্যের রক্ষক বলে দাবি করে তিনি বলেন, "মন্দিরগুলি হল একত্রিত হওয়ার স্থান এবং জ্ঞানের কেন্দ্র । এগুলি শিল্প ও নৈপুণ্যের প্রবর্তক । আমাদের জীবনযাপনের পথ । আমরা যা, তা হতে পারব না এই মন্দির ছাড়া ।" সমসাময়িক বিশ্বে মন্দিরের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, "আমাদের বিশ্বায়ন নিয়ে চিন্তা করতে হবে । ....লোকেরা বুঝতে পারছে যে বিভিন্ন সমাজ, বিভিন্ন মানুষ এবং বিভিন্ন ধর্ম রয়েছে । পৃথিবীতে প্রতিটি বিশ্বাসের স্থান থাকতে হবে ।"

ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জয়শংকর বলেন, অন্যান্য বিশ্বাসের প্রতিযোগিতামূলক অগ্রগতি সামাল দিতে ভারতকে তার সংস্কৃতিকে উন্নীত করতে হবে, উপস্থাপন করতে হবে এবং বাকি বিশ্বের কাছে নিয়ে যেতে হবে । তিনি বলেন, "এটা আমাদের নিজস্ব করে রাখলেই হবে না, আমাদের প্রচার করতে হবে, আমাদের উপস্থাপন করতে হবে এবং আমাদের সংস্কৃতিকে বিশ্বের বাকি অংশে নিয়ে যান । আপনি ঘরে বসে যা করছেন, আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে, যাতে সেই বার্তাটি সারা বিশ্বেও যায় ৷"

আরও পড়ুন:ভারত চতুর্থ শিল্প বিপ্লব মিস করতে পারে না, সুযোগ আর আসবে না: মোদি

বিদেশমন্ত্রী আরও বলেন, "আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতিকে অবশ্যই স্বীকৃতি পেতে হবে এবং বিশ্বে এর উপযুক্ত স্থান পেতে হবে । এটি আপনার প্রতি আমাদের প্রতিশ্রুতি ৷" দেশের সভ্যতা আজ ভারতের বাইরে চলে গিয়েছে উল্লেখ করে জয়শংকর বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কম্বোডিয়া এবং অন্যান্য দেশে ভারতীয় মন্দিরগুলি পুনরুদ্ধারের কাজ করছে । আজ যখন আমরা ভারতীয় সভ্যতাকে পুনর্গঠন, পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করছি, তখন আমাদের কাজ শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ৷" নরেন্দ্র মোদি সরকার আসার পর, দেশের বিদেশমন্ত্রক সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুদ্ধার, সংস্কার ও সহায়তার জন্য একটি পৃথক বিভাগ তৈরি করেছে বলে জানান জয়শংকর ।

ABOUT THE AUTHOR

...view details