সান ফ্রান্সিসকো:হোয়াটস অ্য়াপের চ্যাটবক্স এবার আরও নিরাপদ । বিশেষ কোড দিয়েই হোয়াটসঅ্যাপের চ্যাটের গোপনীয়তা বজায় রাখতে সফল হবে। কারণ, মেটা মালিকানাধীন এই হোয়াটসঅ্যাপ একটি বিশেষ গোপন কোড তৈরি করতে চলেছে ৷ যেটি আরও নিরাপদ ৷ এবার চ্যাটবক্সকে লক করতে নির্দিষ্ট পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন ব্যবহারকারীরা ৷ এই সুবিধা কেবলমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন ৷
হোয়াটসঅ্যাপের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন পেজ তৈরি করেছে ৷ যা দিয়ে ব্যবহারাকারীরা তাদের চ্যাট বক্স লক করতে পারবেন ৷ এই লক করা চ্যাট হোয়াটসঅ্য়াপ বারে খুঁজে পাবেন ৷ এই সেই বার কোড ব্য়বহার করে মোবাইলের চ্যাট নিরাপদে রাখতে পারবেন ৷ এই লক যে খুব একটা জটিল হবে না তাও উল্লেখ করা হয়েছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ৷ সাধারণ শব্দ বা ইমোজি দিয়েই চ্যাট বক্স লক করার পরামর্শ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ৷ যাতে প্রয়োজনে সময় দ্রুত তা খোলা যায় ৷
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাট লক সিঙ্ক্রোনাইজ করার অনুমতি দেওয়া হয়েছে ৷ হোয়াটঅ্যাপটি যে সমস্ত ডিভাইসে ব্যবহার করা হয়, সেখানেও চ্যাট লক ব্যবহার করা যাবে ৷ এই পদ্ধতি হোয়াটসঅ্যাপের মতো প্রতি নিয়ত আপডেট হবে ৷