নয়াদিল্লি, 2 জুন: কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর ও 10টি অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷
দুটি এফআইআর-এ ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন সুবিধা দাবি করার অভিযোগ আনা হয়েছে । এছাড়াও ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অন্তত 10টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে । ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে অভিযোগে তাঁর আপত্তিকর স্পর্শ, মেয়েদের বুকে হাত রাখা, বুক থেকে পিঠে হাত বোলানো এবং তাঁদের তাড়া করার প্রয়াসের কথা উল্লেখ করা হয়েছে ।
প্রথম এফআইআর-এ ছয়জন অলিম্পিয়ানের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয়টিতে একজন নাবালিকার বাবার করা অভিযোগের উল্লেখ রয়েছে । নাবালিকা তার অভিযোগে জানিয়েছে, একটি ছবি তোলার অজুহাতে ব্রিজ ভূষণ সিং তাকে শক্ত করে ধরে রেখেছিলেন । তিনি তার কাঁধে চাপ দেন এবং ইচ্ছাকৃতভাবে ওই নাবালিকাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ৷