পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FIR Against Brij Bhushan: যৌন সুবিধা চাইতেন ব্রিজ ভূষণ, আপত্তিকরভাবে স্পর্শ করতেন মহিলা কুস্তিগীরদের; যা রয়েছে এফআইআর-এ - ব্রিজ ভূষণ

পুলিশ জানিয়েছে, ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগগুলি 21 এপ্রিল নথিভুক্ত করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর 28 এপ্রিল দায়ের করা হয় ।

FIR Against Brij Bhushan
FIR Against Brij Bhushan

By

Published : Jun 2, 2023, 1:39 PM IST

Updated : Jun 2, 2023, 1:50 PM IST

নয়াদিল্লি, 2 জুন: কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর ও 10টি অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

দুটি এফআইআর-এ ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন সুবিধা দাবি করার অভিযোগ আনা হয়েছে । এছাড়াও ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অন্তত 10টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে । ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে অভিযোগে তাঁর আপত্তিকর স্পর্শ, মেয়েদের বুকে হাত রাখা, বুক থেকে পিঠে হাত বোলানো এবং তাঁদের তাড়া করার প্রয়াসের কথা উল্লেখ করা হয়েছে ।

প্রথম এফআইআর-এ ছয়জন অলিম্পিয়ানের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয়টিতে একজন নাবালিকার বাবার করা অভিযোগের উল্লেখ রয়েছে । নাবালিকা তার অভিযোগে জানিয়েছে, একটি ছবি তোলার অজুহাতে ব্রিজ ভূষণ সিং তাকে শক্ত করে ধরে রেখেছিলেন । তিনি তার কাঁধে চাপ দেন এবং ইচ্ছাকৃতভাবে ওই নাবালিকাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ৷

এ দিকে, বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলি উত্তরপ্রদেশে একটি 'খাপ মহাপঞ্চায়েত' এবং পঞ্জাব ও হরিয়ানায় একের পর এক প্রতিবাদ সমাবেশ করেছে ৷ সেখানে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে থাকার বার্তা দিয়েছে তারা । উত্তরপ্রদেশের মুজফফরনগরের সোরাম গ্রামের মণ্ডলীতে, ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন যে, তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন এবং আন্দোলনের পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করতে শুক্রবার হরিয়ানার কুরুক্ষেত্রে আরেকটি মহাপঞ্চায়েত করবেন বলে জানান তিনি ।

দিল্লিতে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সাংসদরা একটি সংসদীয় প্যানেলের বৈঠক ওয়াক আউট করেন ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে আলোচনা করার দাবিটি প্যানেলের চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিবেক ঠাকুর প্রত্যাখ্যান করায় বৈঠক থেকে ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন:অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

Last Updated : Jun 2, 2023, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details