নয়াদিল্লি, 22 জানুয়ারি: রবিবার সকাল 10টায় অযোধ্যায় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া'র (ডব্লিউএফআই) বার্ষিক সাধারণ সভা (annual general meeting) শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু শেষমেশ সভা বাতিল হল (WFI AGM Called Off) ৷ এমনটাই ডব্লিউএফআই সূত্র মারফত সংবাদ সংস্থা এএনআইকে জানানো হয়েছে । মনে করা হচ্ছে, 18 তারিখ থেকে যন্তর মন্তরে কুস্তিগীরদের যে বিক্ষোভ চলছিল তার জেরেই বাতিল হয়েছে সভা । রেসলিং ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে অবস্থানে বসেছিলেন দেশের হয়ে অলিম্পিক থেকে শুরু করে কমনওয়েলথ গেমসে পদকজয়ীরা ৷ সেই বিক্ষোভ শেষ হয় শনিবার । আর শনিবারই সংস্থার সহকারী সম্পাদককে সরিয়ে দিয়েছে কেন্দ্র ।
সূত্রের খবর অনুযায়ী, ডব্লিউএফআই-এর সভাপতি ব্রিজভূষণ শরণ আজ বার্ষিক সাধারণ সভায় পদত্যাগ করবেন বলে মনে করা হচ্ছিল । কিন্তু গত কয়েকদিন আগে তিনি জানান যে পদত্যাগ করবেন না ৷ তিনি কুস্তিগীরদের অবস্থান বিক্ষোভকে 'রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ' বলে অভিহিত করেছেন । এর পরিপ্রেক্ষিতেই ডব্লিউএফআই তার সভাপতির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে । ফেডারেশন আরও বলেছে, ব্রিজভূষণকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়নি । কেন্দ্রের তরফে ডাব্লুএফআই-এর সমস্ত কার্যক্রম স্থগিত করার রিপোর্টের মধ্যে এই দাবিগুলি এসেছে ৷
এদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক শনিবার সন্ধ্যায় ডব্লিউএফআই-এর সহকারী সম্পাদক বিনোদ তোমরকে সাসপেন্ড করেছে । ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) শুক্রবার ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করার পর ৷ তিনি ঘোষণা করেন, অভিযোগের ভিত্তিতে তদারকি কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডব্লিউএফআই প্রধানকে দায়িত্ব থেকে সরে থাকতে হবে । এই কমিটির সদস্য যোগেশ্বর দত্ত শনিবার জানিয়েছেন, কমিটি উভয় পক্ষের কথা শোনার পরে আট থেকে দশ দিনের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে ৷