নয়াদিল্লি, 10 মার্চ : কয়লাপাচার কাণ্ডে তদন্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমতির প্রয়োজন নেই ৷ বুধবার সুপ্রিম কোর্টে এই কথাই জানিয়েছে সিবিআই ৷ শীর্ষ আদালতে কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তদন্ত নিয়ে একটি মামলা দায়ের হয় ৷ সেই মামলার শুনানিতেই এদিন সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে এই তদন্তে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে ৷
শীর্ষ আদালত সূত্রে খবর, যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ৷ আর নির্বাচন যে এই সময় হবে, তা আগে থেকেই জানা ছিল ৷ তাই কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের তদন্তের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে ওই মামলা দায়ের করা হয়েছে ৷
সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেওয়া হয় ৷ তাতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে শীর্ষ আদালতের একটি আদেশ অনুসারে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের নির্দেশে এই তদন্ত চলছে ৷ ইস্টার্ন কোলফিল্ডের এলাকায় এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ৷ তাছাড়া কয়লাপাচার সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তার পুরোটাই ঘটেছে রেলের এলাকায় ৷ তাই এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতির প্রয়োজন নেই ৷