পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bengal YouTuber Arrested: পুরীর শ্রীমন্দিরের উপরে ড্রোন উড়িয়ে গ্রেফতার বাংলার ইউটিউবার - পুরীর শ্রীমন্দিরের উপর দিয়ে ড্রোন

পুরীর শ্রীমন্দিরের (Puri Srimandir) ভিডিয়ো করে ইউটিউবে পোস্ট করেছিলেন এক যুবক ৷ মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে ৷ নজরে আসে পুরীর পুলিশ-প্রশাসনের ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

YouTuber arrested
পুরীর শ্রীমন্দির

By

Published : Jan 19, 2023, 12:18 PM IST

পুরী, 19 জানুয়ারি:প্রায়শই নেতা-মন্ত্রী থেকে শুরু করে অন্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিম ও বিতর্কিত ভিডিয়ো তৈরি করেন বিভিন্ন ইউটিউবার ৷ কখনও কখনও তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। কখনও বাঁধে আইনি গোলমাল । ফলে তাদের স্থান হয় শ্রীঘরে । এবার পুরীর শ্রীমন্দিরের (Puri Srimandir) উপর ড্রোন ওড়ানোর অভিযোগে বাংলার এক ইউটিউবারকে গ্রেফতার করল পুলিশ (West Bengal YouTuber arrested) ৷ অভিযুক্তের নাম অনিমেষ চক্রবর্তী ৷ পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

শহরের ডিএসপি কেকে হরিপ্রসাদের (DSP City KK Hariprasad) নেতৃত্বে একটি বিশেষ দল ওড়িশা থেকে বাংলায় এসে ওই ইউটিউবারকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে । টুইটারে পুরীর এসপি বলেন, "শ্রী জগন্নাথ মন্দিরের উপর ড্রোন উড়ানোর মামলায় অভিযুক্ত ইউটিউবারকে (YouTuber) গ্রেফতার করা হয়েছে ৷ তিনি ঘটনার পর থেকে গ্রেফতারি এড়াতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ তবে তাঁকে অবশেষে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে ডিএসপি সিটি কে কে হরিপ্রসাদের নেতৃত্বে বিশেষ দল গ্রেফতার করেছে ।"

ব্যারাকপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

উল্লেখ্য, পুরীর শ্রীমন্দির বিশ্ব বিখ্যাত ৷ 3 ডিসেম্বর এই শ্রীমন্দিরের উপর দিয়ে একটি ড্রোনকে উড়তে দেখা যায় । শ্রীমন্দিরের বাইরের দৃশ্য একটি ভিডিয়ো ইউটিউবে ভাইরাল হয়েছে । 5 মিনিট 43 সেকেন্ডের ওই ভিডিয়োটি নীলচক্র থেকে সিংহদ্বার (Nilachakra to Singhadwara) পর্যন্ত এরিয়াল ভিউয়ের মাধ্যমে দেখানো হয় । ইউটিউবার ভিডিয়োতে ওড়িশা পুলিশকে (Odisha Police) ধন্যবাদও জানিয়েছেন । পরে জানা গিয়েছে, একজন ইউটিউবার তাঁর ইউটিউবে ভিডিয়োটি আপলোড করেছেন । এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে শ্রীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । তারপরেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ইউটিউবারকে ৷

ইউটিউবে ভিডিয়োটি আপলোড করা হয়

প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়, এর আগে রাজধানী দিল্লির অত্যন্ত সংবেদনশীল এলাকা ইন্ডিয়া গেট ও তার আশপাশে ড্রোন উড়তে দেখে (flying a drone) পুলিশ তিনজন যুবককে গ্রেফতার করেছিল ৷ নিরাপত্তার খাতিরে এই সমস্ত এলাকায় কিছু বিধিনিষেধ রয়েছে ৷ তা সকলকেই মেনে চলতে হয় ৷ পরে অবশ্য অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যায় ৷ তবে তাদের কাছ থেকে ড্রোন ও মেমরি কার্ড পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৷

আরও পড়ুন:ইন্ডিয়া গেটের কাছে ড্রোন ওড়ানোয় ইউটিউবারকে গ্রেপ্তার

ABOUT THE AUTHOR

...view details