উত্তরকাশী, 4 সেপ্টেম্বর: খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু হল বাংলার এক পর্যটকের ৷ আহত হয়েছেন আরও দু'জন (West Bengal Trekker Dies on Khimloga Chitkul Track) ৷ মৃতের নাম সুজয় দুবে (42) ৷
জানা গিয়েছে, তাঁরা গোবিন্দ ওয়াইল্ডলাইফ ন্যাশনাল পার্ক থেকে খিমলোগা পাস হয়ে চিটকুল পর্যন্ত একটি ট্রেকে ছিলেন । গোবিন্দ বন্যপ্রাণী জাতীয় উদ্যান এলাকার মোরি ব্লকের লিওয়ারি গ্রামের প্রধান রাজেশ কুমারের মতে, 1 সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা-চিটকুল ট্র্যাকের উদ্দেশ্যে বাংলার তিনজন ট্রেকার এবং 6 জন পোর্টার রওনা হয়েছিলেন । তিনি আরও জানান, শনিবার বিকেল ৪টার দিকে একজন ট্রেকার সুজয় দুবে যিনি বাংলার বাসিন্দা, তিনি খামিলোগা হিমবাহে পড়ে মারা যান ৷ অপর দুই ট্রেকার সুব্রত বিশ্বাস (49) এবং নরোত্তম জ্ঞান (50) গুরুতর আহত হন ।
সুব্রত বিশ্বাস হাঁটতে অক্ষম হওয়ায় তিনজন দারোয়ান খামিলোগায় একটি ক্যাম্প তৈরি করে এবং সেখানে তাঁর সঙ্গে থাকে । এদিকে শনিবার রাতে আরও তিনজন পোর্টার চিটকুলের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ক্যাম্পে পৌঁছে ঘটনাটি সম্পর্কে আইটিবিপি (Indo-Tibetan Border Police) কর্মকর্তাদের অবহিত করেন ।