পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Child Suicide Cases: নাবালক-নাবালিকা আত্মহত্যার ঘটনায় দু'নম্বরে বাংলা, তথ্যপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রকের - রাজ্যে আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ

2019-21 সালের মধ্যে ভারতে প্রায় 31,741 জন নাবালক বা নাবালিকার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে ৷ এর মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে তালিকার উপরে (maximum child suicide cases) ৷ 2021 সালেই মধ্যপ্রদেশে প্রায় 1447টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানে আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে 1218 ৷

Child Suicide Cases
দেশে কিশোর আত্মহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে

By

Published : Mar 29, 2023, 10:52 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে ক্রমশ বেড়ে চলেছে আত্মহত্যার ঘটনা ৷ 18 বছরের নীচে অর্থাৎ নাবালক বা নাবালিকার আত্মহত্যার ঘটনা এই তিন রাজ্যে এগিয়ে রয়েছে (child suicide cases) ৷ এমনই তথ্য উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে ৷ জানা গিয়েছে 2019-21 সালের মধ্যে ভারতে প্রায় 31,741 জন নাবালক বা নাবালিকার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে ৷ এর মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে তালিকার উপরে ৷ 2021 সালেই মধ্যপ্রদেশে প্রায় 1447টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷ সেখানে আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে 1218টি ৷ তৃতীয়স্থানে ওড়িশা ৷ সেই রাজ্যে আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে 1002টি ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) বুধবার এই তথ্য সামনে এনেছে ৷ রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রা আত্মহত্যার এই পরিসংখ্যান সামনে এনেছেন ৷ তিনি বলেন, "শিক্ষামন্ত্রনালয় একটা উদ্যোগ নিয়েছে যার নাম মনোদর্পণ ৷ যেখানে কোভিডের সময় ও তারপরেও শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারবর্গের মানসিকস্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়েছে ৷ সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷"

শুধু তাই নয়, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের তরফ থেকেও একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে, ডিস্ট্রিক মেন্টাল হেলথ প্রোগ্রাম দেশের 716টি জেলায় সম্পন্ন করা হয়েছে ৷ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় প্রতিটি পরিবারের শুধু শারীরিক বিষয় নয়, মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: স্বাস্থ্য বিমার টাকা হাতাতে বাবাকে খুন করে দুর্ঘটনার গল্প ফাঁদল তেলেঙ্গানার যুবক

বুধবার রাজ্যসভায় এই প্রসঙ্গের পাশাপাশি জানতে চাওয়া হয় দেশে এই মুহূর্তে কতজন বিচারাধীন বন্দি রয়েছে ৷ এই প্রশ্নের উত্তরে অজয় কুমার মিশ্রা জানিয়েছেন, সারা ভারতে 2021-এর পরিসংখ্যান অনুযায়ী, 1,15,287 বিচারাধীন বন্দি রয়েছে অনান্য অনগ্রসর শ্রেণির বিভাগে ৷ 90037 বিচারাধীন বন্দি রয়েছে তফসিলি জাতি-উপজাতি বিভাগে ৷ পাশপাশি 1,11,878 জন বন্দি অনান্য বিভাগে বিচারাধীন রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details