নয়াদিল্লি, 29 মার্চ: মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে ক্রমশ বেড়ে চলেছে আত্মহত্যার ঘটনা ৷ 18 বছরের নীচে অর্থাৎ নাবালক বা নাবালিকার আত্মহত্যার ঘটনা এই তিন রাজ্যে এগিয়ে রয়েছে (child suicide cases) ৷ এমনই তথ্য উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে ৷ জানা গিয়েছে 2019-21 সালের মধ্যে ভারতে প্রায় 31,741 জন নাবালক বা নাবালিকার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে ৷ এর মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে তালিকার উপরে ৷ 2021 সালেই মধ্যপ্রদেশে প্রায় 1447টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷ সেখানে আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে 1218টি ৷ তৃতীয়স্থানে ওড়িশা ৷ সেই রাজ্যে আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে 1002টি ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) বুধবার এই তথ্য সামনে এনেছে ৷ রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রা আত্মহত্যার এই পরিসংখ্যান সামনে এনেছেন ৷ তিনি বলেন, "শিক্ষামন্ত্রনালয় একটা উদ্যোগ নিয়েছে যার নাম মনোদর্পণ ৷ যেখানে কোভিডের সময় ও তারপরেও শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারবর্গের মানসিকস্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়েছে ৷ সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷"