কোল্লাম(কেরল), 23 ডিসেম্বর: টাকা হাতানোর মতলব ! পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে ৷ হত্যার ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কান্নানল্লুরে । নিহতের নাম আলতাফ মিয়া ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ ।
পশ্চিমবঙ্গের বাসিন্দা আলতাফ কেরলে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ দক্ষিণের রাজ্যটিতে তিনি ইটভাটায় কর্মরত ছিলেন । তাঁর বন্ধুরা পাশের একটি কাজু কারখানায় কাজ করতেন । দু'দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ কান্নানল্লুর পুলিশে তাঁর নিখোঁজের অভিযোগ করা হয় । সেই অভিযোগ দায়ের করেন তাঁর বন্ধুরাই । এরপর আলতাফ ও তাঁর বন্ধুদের ফোন কলের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । আলতাফ তাস খেলায় পারদর্শী ছিলেন । পুলিশ জানতে পারে, তাস খেলার টাকা হাতানোর জন্য তাঁর বন্ধুরা তাঁকে খুন করেছে । আলতাফকে গলা কেটে হত্যার পর তাঁর বন্ধুরা তাঁকে কবর দিয়ে দেয় বলে অভিযোগ । সূত্রের খবর, অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারাই এই খুন করেছে ।