পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi-Dhankhar Meeting : দিল্লিতে মোদির দরবারে ধনকড়, ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি রাজ্য়পালের - নয়াদিল্লি

টানা বেশ কিছুদিন চুপচাপ থাকার পর আবারও খবরে রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ৷ রাজ্য়পালের দাবি, এটা সৌজন্য সাক্ষাৎ ৷ পাল্টা সূত্রের দাবি, রাজ্য়ের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে তথ্য দিতেই ফের একবার দিল্লির দরবারে হাজির বাংলার সাংবিধানিক প্রধান ৷ শুরু জল্পনা ৷

West Bengal Governor Jagdeep Dhankhar meets Prime Minister Narendra Modi at Delhi
Modi-Dhankhar Meeting : দিল্লিতে মোদির দরবারে ধনকড়, ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি রাজ্য়পালের

By

Published : Aug 11, 2021, 4:12 PM IST

Updated : Aug 11, 2021, 5:10 PM IST

নয়াদিল্লি, 11 অগস্ট :আবারও দিল্লির দরবারে রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করেন তিনি ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নানা তথ্য দেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ যদিও তাঁর দাবি সৌজন্য সাক্ষাৎ সারতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ৷

আরও পড়ুন :রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দু‘ঘণ্টার বৈঠক, বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা

দিল্লির প্রশাসনিক মহল সূত্রে খবর, এবারের সফরে ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন ধনকড় ৷ তাছাড়়া, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিশন রেড্ডির (Union Culture and Tourism Minister G Kishan Reddy) সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল ৷ কলকাতা তথা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গুরুত্ব যাতে আরও বাড়ানো হয়, মন্ত্রীর কাছে সেই আবেদন করেন ধনকড় ৷ পরে টুইটারেও এই বৈঠকের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷

প্রসঙ্গত, বাংলার সাংবিধানিক প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই বরাবর সক্রিয় থেকেছেন জগদীপ ধনকড় ৷ একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়ালেও কেন্দ্রের সঙ্গে বরাবরই সখ্য বজায় রেখেছেন তিনি ৷ যার জেরে তাঁর বিরুদ্ধে বহুবার বিজেপির ‘দালালি’ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷

একুশের ভোটের পর রাজ্য়ে ভোট পরবর্তী অশান্তি ও হিংসা নিয়ে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে রাজ্যপালের গলাতেও ৷ এমনকী, এই সময়ে রাজ্য়ে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়েও কম জলঘোলা হয়নি ৷ এখন সেই বিষয়টি কিছুটা থিতিয়ে গেলেও রাজ্য-রাজ্যপাল সম্পর্কে তেমন কোনও উন্নতি হয়নি ৷ এরই মধ্যে গত মাসেই দিল্লি সফরে আসেন ধনকড় ৷ সেবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি ৷ অন্যদিকে, রাজ্যে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গেও খোশ গল্প করতে দেখা যায় তাঁকে ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar : গীতার বাণী শুনিয়ে 'ফলের আশা ছেড়ে' দিল্লি চললেন ধনকড়

তারপর বেশ কিছুদিন প্রচারের আলো থেকে দূরে ছিলেন ধনকড় ৷ বন্ধ ছিল রাজ্যকে নিশানা করে তাঁর লাগাতার টুইট বাণও ৷ যা তাঁর ক্ষেত্রে বড় একটা দেখা যায় না ৷ এভাবে টানা কিছুটা সময় চুপচাপ থাকার পর হঠাৎই ধনকড়ের দিল্লি আগমনে আবার শুরু জল্পনা ৷ ইতিমধ্যেই বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তে সংগঠনের শিকড় ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল ৷ ত্রিপুরা নিয়ে কার্যত আদাজল খেয়ে মাঠে নেমেছে দলীয় নেতৃত্ব ৷ তাতে মাথাব্যথা বেড়েছে বিজেপির ৷ এই প্রেক্ষাপটে ধনকড়-মোদি সাক্ষাৎ কৌতূহল তো বাড়াবেই ৷ তবে কি ফের একবার রাজ্য়ের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর দলকে ব্যস্ত রাখার কৌশল নিতে চলেছে বিজেপি ? যাতে ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্যে ঘাসফুল গজানোর সম্ভাবনা শুরুতেই উপড়ে ফেলা যায় ?

Last Updated : Aug 11, 2021, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details