পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee on Central Govt: কেন্দ্রের টাকা আটকে দিচ্ছেন বঙ্গ বিজেপি নেতারাই, বিস্ফোরক দাবি মমতার

দু'দিনের ধরনা শেষে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট দাবি, বাংলাকে আর্থিক অবরোধের মুখে ফেললে পালটা অবরোধের পথ তাঁর জানা আছে । সবমিলিয়ে বুধবারের পর বৃহস্পতিবারও বিজেপি সরকারকে কড়া আক্রমণ করলেন মমতা ।

Etv Bharat
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্য়মন্ত্রী মমতা

By

Published : Mar 31, 2023, 7:26 AM IST

Updated : Mar 31, 2023, 9:07 AM IST

কলকাতা, 31 মার্চ: বাংলাকে অর্থনৈতিকভাবে অবরোধের চেষ্টা হলে পালটা রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিকভাবে অবরোধ করার ক্ষমতা আছে রাজ্য়ের শাসকদলেরও ৷ প্রয়োজনে বিরোধীরা জোটবদ্ধভাবে দিল্লিতে গিয়ে ধরনায় বসবে বলেও হুঁশিয়ারী দিলেন মুখ্য়মন্ত্রী ৷ দু'দিনের ধরনার শেষে এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ পাশাপাশি বৃহস্পতিবার ধরনার শেষের দিনে কেন্দ্রের আচরণের বিরুদ্ধে মুখ্য়মন্ত্রীর গলায় চাপা ক্ষোভও শোনা গিয়েছে ৷ তাঁর কথায়, "দু'দিন হয়ে গেল একটা চুনোপুটি নেতাও ফোন করে বলল না, আচ্ছা দেখছি।" পাশাপাশি তাঁর অভিযোগ, বাংলার বিজেপি নেতাদের ষড়যন্ত্রেই কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা পাচ্ছে না রাজ্য।

তিনি বলেন, "অনেক ভদ্রতা করেছি, আর নয়।" দু'দিনের ধরনা কর্মসূচির শেষে এভাবেই কেন্দ্রেীয় সরকারকে বাক্যবাণে বিদ্ধ করলেন। প্রসঙ্গত কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যের ন্যায্য পাওনা না দেওয়ার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে দু'দিনের ধরনা কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূল উদ্দেশ্য ছিল এই ধারনা কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের থেকে দাবি আদায় করা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে রাজনৈতিক মহলের একাংশ কোথাও যেন একটা হতাশার সুর শুনতে পেয়েছেন।

এবার দু'দিনের এই ধরনা কর্মসূচিতে বারবারই তৃণমূল নেত্রীর মুখে ঘুরেফিরে এসেছেন 'নন্দলাল' প্রসঙ্গ। কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি নিচ্ছে 'নন্দলাল' স্লোগান তুলে তার তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে জানান, বাংলার প্রতি এমনই আর্থিক বঞ্চনা অব্যাহত থাকলে এবার দিল্লি গিয়ে ধরনায় বসবেন। এবং তা করলে শুধু বাংলা থেকে লোক যাবে তা নয়, অন্য রাজ্যের লোকও আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে অনেকে বলেছেন ধরনা না দিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বললেন না কেন ? আমি তাঁদের বলেছি, আর কতবার বলব? আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকবার কথা বলেছি। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তাঁকে বলেছি। আর কতবার? বিরোধী দলগুলো কি কেন্দ্রের চাকর? ওঁরা কীভাবে, আমরা বন্ডেড লেবার ? বিরোধী মানেই চাকর !"

রীতিমতো হুঙ্কার দিয়ে মমতা বলেন, "বিজেপি নেতারা শুনুন, আমরা আপনাদের বন্ডেড লেবার নই। আমরা এই দেশের নাগরিক ৷ শুনে রাখুন আমরা ভদ্র। আমাদের কেউ চমকায় তাহলে আমরা গর্জাই। আমাদের কেউ যদি গর্জায়, তাহলে আমরা বর্ষাই। আমাদের কেউ যদি উতরায় তাহলে আমরা তাদের যোগ্য উত্তর দিতে জানি।" এদিন 100 দিনের বকেয়া টাকা না দেওয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রের বিরোধিতা করে তিনি বলেন, "100 দিনের কাজের টাকা পাওয়া মজুরদের সাংবিধানিক অধিকার। কেউ রাস্তার কাজ করেছে, কেউ ধান ফলিয়েছে, কেউ মাথায় মোট বয়ে নিয়ে গিয়েছে। তারা কাজ করেও টাকা পায়নি। কারণ, এখান থেকে কিছু বিজেপি নেতা দিল্লি গিয়ে বলেছে, টাকা দিও না। তাই টাকা বন্ধ করে দিয়েছে।"

আরও পড়ুন: মমতার মুখে 'জোট কথা', কংগ্রেস সম্পর্কে সুর নরমের ইঙ্গিত

মুখ্যমন্ত্রী বলেন, "ভদ্রতা দেখাচ্ছি এখলও ৷ দুটো দিন হয়ে গেল একজন চুনোপুটি নেতাও ফোন করে বলেনি তোমাদের দাবি ন্যায্য। এখানকার কিছু নেতা, চোর-ডাকাত-গাদ্দার দিল্লি গিয়ে বলে আসছেন, রাস্তার টাকা দেবেন না ৷ 100 দিনের টাকা দেবেন না। বাংলাকে অর্থনৈতিকভাবে অবরোধ করা হলে জেনে রেখো, তোমাদেরও আমরা রাজনৈতিকভাবে অবরোধ করতে পারি, সাংস্কৃতিক ও সামাজিকভাবেও অবরোধ করতে পারি।"

Last Updated : Mar 31, 2023, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details