নয়াদিল্লি, 29 জুলাই : বাংলায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির (Nitin Gadkari) সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার বেলায় তিনি মোদি সরকারের এই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৷
তিনি জানান, মূলত সড়ক পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনা হয়েছে ৷ তবে বাংলায় ইলেকট্রিক বাস-অটো (Electric Bus-Auto) তৈরির কারখানা নির্মাণের দাবি জানিয়েছেন তিনি ৷ এই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন :Mamata-Suvendu : হার নিশ্চিত জেনেই রাজ্যসভার ভোট থেকে সরে দাঁড়ানো ঘোষণা শুভেন্দুর
প্রসঙ্গত, গত সোমবার রাতে নয়াদিল্লি পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকে তাঁকে দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে ৷ কখনও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার একাধিক দাবি নিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে ৷ আবার তৃণমূল নেত্রী হিসেবে তিনি দেখা করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধি (Sonia Gandhi), রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে ৷