নয়াদিল্লি, 22 নভেম্বর : সোমবার সকালে ত্রিপুরার পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Tripura) ৷ এদিনই বিকেলে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Delhi) ৷ দিল্লিতে তিনি থাকবেন 25 নভেম্বর পর্যন্ত ৷
গতকাল ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে ৷ জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে দলীয় নেত্রী সায়নী ঘোষকে (saayoni ghosh arrested in Tripura) ৷ এর মধ্যেই সেখানে ফের বাতিল হয়েছে অভিষেকের সভা ৷ পাশাপাশি এদিন বিকেল মমতা দিল্লি সফর কর্মসূচি রয়েছে ৷
এদিন বেলা এগারোটার খানিকটা আগেই ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, শান্তনু সেন, মালা রায়-সহ 16 জন তৃণমূল সাংসদ দিল্লির পার্টি অফিসে পৌঁছেছেন । ত্রিপুরায় পুলিশি বর্বরতার অভিযোগে তাঁরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ।