পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

WB BJP MPs to demand CAA in PM Meet: রাজ্যে দ্রুত সিএএ বাস্তবায়নের দাবিতে মোদির শরণে বঙ্গ বিজেপি সাংসদরা

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কার্যকরের (CAA implementation) দাবি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (BJP MPs to demand CAA in PM Meet) সামনে তুলে ধরবে বঙ্গ বিজেপি (West Bengal BJP MPs) ৷ দিল্লিতে একথা জানালেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

West Bengal BJP MPs including Sukanta Majumdar to meet PM Narendra Modi demanding CAA implementation today
রাজ্যে দ্রুত সিএএ বাস্তবায়নের দাবিতে মোদির শরণে বিজেপি সাংসদরা

By

Published : Dec 3, 2021, 2:25 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: রাজ্যে নাগরিকত্ব আইন বাস্তবায়নের (CAA implementation) দাবি নিয়ে এবার দিল্লিতে দরবার করতে চলেছে বঙ্গ বিজেপি (West Bengal BJP MPs) ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (BJP MPs to demand CAA in PM Meet) সঙ্গে দেখা করে এই দাবি জানাবে বিজেপির প্রতিনিধিদল ৷

রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে মোদির সঙ্গে (BJP leaders to meet PM Modi) আলোচনা করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh news), বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-সহ অন্যান্য নেতারা ৷ সংবাদসংস্থা এএনআই-কে দিলীপ বলেন, "আজ আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছি ৷ রাজ্যের উন্নয়নের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছিল, তা এখনও বকেয়া রয়েছে ৷ উত্তর-দক্ষিণ করিডর ও চা বাগানের উন্নয়নে 25,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছিল ৷ সেই বাজেটের বাস্তবায়ন হওয়া প্রয়োজন ৷ প্রধানমন্ত্রীর সামনে এই বিষয়টি তুলে ধরব ৷ পশ্চিমবঙ্গে দ্রুত সিএএ বাস্তবায়নও আমরা চাই ৷ যাঁরা আমাদের নাগরিক, তাঁদের দেশের নাগরিকত্ব পাওয়া উচিত ৷" রাজ্যের ভোট পরবর্তী হিংসার বিষয়টিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরও রাজ্যে হিংসার ঘটনা ঘটে চলেছে বলে দাবি তাঁর ৷

আরও পড়ুন:BJP MPs-Prime Minister Meeting : দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের

বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "আজ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন ৷ রাজ্যের উন্নয়ন ও নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়নের বিষয়ে আলোচনা করব ৷"

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও নাগরিকত্ব আইনের প্রসঙ্গ তুলে বলেন, "সিএএ যাতে রাজ্যে দ্রুত কার্যকরী হয়, আমরা তার দাবি জানাব ৷ এ ছাড়াও রাজ্যের অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা হবে ৷"

আরও পড়ুন :Mamata informs Modi about Tripura Violence : ত্রিপুরায় হিংসার বিষয় মোদিকে জানালেন মমতা

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এক সময়ে তোলপাড় হয়েছে গোটা দেশ ৷ এই আইনের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল ৷ আইন পাশ হলেও তা রাজ্যে কার্যকরী হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় ফের সিএএ বাস্তবায়নের জন্য বিজেপির তৎপরতায় আবারও এই নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Mamata invites Modi to BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার

ABOUT THE AUTHOR

...view details