কলকাতা, 12 ফেব্রুয়ারি : রাজনৈতিক হিংসায় দীর্ণ পশ্চিমবঙ্গ৷ ভারতীয় জনতা পার্টির সাংসদরা প্রায়ই এই অভিযোগ তোলেন সংসদের দুই কক্ষে৷ আর স্বাভাবিক ভাবেই তার বিরোধিতায় সরব হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের৷
শুক্রবার সেই পরিস্থিতিই আচমকা বদলে গেল৷ এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে সরাসরি অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দীনেশ ত্রিবেদী৷ রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও৷ সংসেদর উচ্চকক্ষে তখন পিন ড্রপ সায়েলেন্স বিরাজমান৷ আচমকা এই বক্তব্যে অন্য সাংসদরা ঠিক কতটা হতবাক হয়েছেন, তাঁর আভাস দীনেশের ঠিক পিছনের সারিতে বসা এনসিপির প্রফুল প্যাটেলের মুখ দেখেই বোঝা যাচ্ছিল৷
আরও পড়ুন :রাজ্যসভা থেকে ইস্তফা, তৃণমূলও ছাড়লেন দীনেশ ত্রিবেদী
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ আগেও উঠেছে৷ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়েরাও তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বারবার বলেছিলেন যে তাঁরা দলের অভ্যন্তরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না৷ কিন্তু সবটাই তাঁরা প্রকাশ্য পরিসরে বলেছেন৷ কিন্তু দীনেশ ত্রিবেদী সংসদে দাঁড়িয়ে বললেন৷ গোটা দেশ শুনল তাঁর কথা৷ সারা দেশের সংবাদমাধ্যম আলোচনায় ব্যস্ত এই নিয়ে৷ স্বাভাবিক ভাবেই তাই এই পদক্ষেপের রাজনৈতিক প্রভাব অনেক বড় হবে বলেই পলিটিক্যাল পণ্ডিতদের অনেকেই মনে করছেন৷