কলকাতা, 10 মার্চ : নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংবাদমাধ্যমের হাত ধরে এই খবর মুহূর্তের ছড়িয়ে গোটা বাংলা-সহ সারা দেশে ৷ খবর পাওয়ার সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন একাধিক জাতীয়স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত নেতারা ৷ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন ৷
এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী ৷ সেই কথা তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে মিডিয়াকে জানান ৷ যা নিয়ে ইতিমধ্যে সরগরম বাংলার রাজনীতি ৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন জাতীয় রাজনীতিতে তাঁর ‘বন্ধু’রা ৷ বিহারের তেজস্বী যাদব থেকে উত্তর প্রদেশের অখিলেশ যাদব বা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ৷