পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ কেজরি-তেজস্বী-অখিলেশের - নন্দীগ্রামে আহত মমতা

আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন আরজেডির তেজস্বী যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও সমাজবাদীর পার্টির নেতা অখিলেশ যাদব ৷ তাঁরা মমতার ষড়যন্ত্রের অভিযোগের পক্ষে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণও করেছেন ৷

মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ কেজরি-তেজস্বী-অখিলেশের
মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ কেজরি-তেজস্বী-অখিলেশের

By

Published : Mar 10, 2021, 11:53 PM IST

কলকাতা, 10 মার্চ : নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংবাদমাধ্যমের হাত ধরে এই খবর মুহূর্তের ছড়িয়ে গোটা বাংলা-সহ সারা দেশে ৷ খবর পাওয়ার সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন একাধিক জাতীয়স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত নেতারা ৷ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন ৷

এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী ৷ সেই কথা তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে মিডিয়াকে জানান ৷ যা নিয়ে ইতিমধ্যে সরগরম বাংলার রাজনীতি ৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন জাতীয় রাজনীতিতে তাঁর ‘বন্ধু’রা ৷ বিহারের তেজস্বী যাদব থেকে উত্তর প্রদেশের অখিলেশ যাদব বা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ৷

আরজেডি নেতা তেজস্বী যাদব সম্প্রতি ঘুরে গিয়েছেন কলকাতা থেকে ৷ বাংলার ভোটে তিনি যে মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে রয়েছেন, সেই কথাও জানিয়ে গিয়েছেন তিনি ৷ তার পর বুধবারের ঘটনার কথা জানার পর তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন ৷ পশ্চিমবঙ্গে নির্বাচনী বিধি চালু থাকায় পুলিশ কমিশনের অধীনে ৷ তাই তেজস্বীর অভিযোগ, বিজেপির নির্দেশেই চলছে কমিশন ৷

আরও পড়ুন :এসএসকেএম-এ ভর্তি মমতা, চিকিৎসায় গড়া হল মেডিক্যাল বোর্ড

অন্যদিকে অখিলেশ যাদব এই ঘটনায় উচ্চস্তরের তদন্ত দাবি করেন ৷ আর অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারি ও সাজা দেওয়ার দাবি তুলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details