পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতার উপর হামলা গণতন্ত্রের উপর হামলা :মেধা - assembly election 2021

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন মেধা পাটেকর ৷ বিষয়টিকে শ্লীলতাহানির সঙ্গে তুলনা করেন তিনি ৷ দোষীদের শাস্তির দাবি করেছেন ৷

medha-patkar
মেধা পাটকর (ফাইল ফোটো)

By

Published : Mar 12, 2021, 6:36 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ : মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর হামলার ঘটনায় এবার তীব্র প্রতিবাদ জানালেন সমাজকর্মী মেধা পাটেকর ৷ টুইট করে পুরো ঘটনার নিন্দা করেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি করেন ৷

গত বুধবার নন্দীগ্রামে রোড শো করে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এরপর সন্ধে নাগাদ তিনি ফের অন্য় একটি রোড শো করেন ৷ সেখানে পড়ে গিয়ে গোঁড়ালিতে আঘাত পান তিনি ৷ ঘটনার পর থেকেই শুরু হয়েছে চাপানউতোর ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে পুরো ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে ৷ অন্য়দিকে বিজেপির পাল্টা দাবি, পিলারে ধাক্কা লেগে পায়ে আঘাত লাগে মমতার ৷

যদিও এই ঘটনার পর থেকে উত্তাল জাতীয় রাজনীতি ৷ অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব মমতার পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তাঁরা সরাসরি নির্বাচন কমিশকে গাঠগড়ায় তুলেছেন৷ অভিযোগ, বিজেপির নির্দেশে চলছে কমিশন৷

আরও পড়ুন- মমতার দ্রুত আরোগ্য কামনা রাজ্যপালের, রাজ্যবাসীর কাছে শান্তিরক্ষার আবেদন

এরপর গতকাল টুইট করে মমতার পাশে দাঁড়িয়েছেন মেধা ৷ টুইটে তিনি লেখেন, "মমতার উপর হামলা শুধুমাত্র গণতন্ত্রের উপর হামলা নয়, বরং একজন মহিলা নেত্রীর শ্লীলতাহানি ৷এরা কারা ? কিছু পুরুষতান্ত্রিক এবং হিংস্র মনোভাবাপন্ন মানুষ ৷ তাঁদের শাস্তি দেওয়া দরকার ৷"

নর্মদা বাঁচাও আন্দোলনের পরিচিত মুখ মেধা পাটেকর ৷ অতীতেও বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম এবং সিঙ্গুর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পাশেও ছিলেন তিনি। আর সে কারণেই এদিন তৃণমূল সুপ্রিমোর উপর হামলা নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

এদিকে এই সমাজকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোয়, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইএনটিটিইউসি সভানেত্রী তথা তৃণমূল সাংসদ দোলা সেন। এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর উপর হামলার ঘটনা কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না। মেধা পাটেকরের মত মানুষেরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দলনেত্রীর মনোবল দৃঢ় হবে। এভাবে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না।

ABOUT THE AUTHOR

...view details