পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজেপিতে দীনেশ, থাকবেন মোদির ব্রিগেড সভায় - বিজেপির ব্রিগেডে দীনেশ ত্রিবেদী

অন্তরাত্মার ডাকে তৃণমূল ছেড়েছিলেন । আর মোদির ব্রিগেডের একদিন আগে যোগ দিলেন বিজেপিতে । মোদি-শাহ নাকি তাঁর অনেকদিনের পুরানো বন্ধু । এবার কি বিজেপির প্রার্থীতালিকাতেও সেই অনেক দিনের পুরানো বন্ধুত্বে প্রতিফলন পড়তে চলেছে ? উঠছে জল্পনা ।

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Mar 6, 2021, 12:35 PM IST

Updated : Mar 6, 2021, 8:05 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ : কিছুদিন আগেই বলেছিলেন তৃণমূলে তাঁর দম বন্ধ হয়ে আসছিল । দলে থেকে কাজ করতে পারছিলেন না বলেও জানিয়েছিলেন । ছাড়েন রাজ্যসভার সদস্যপদ । তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেন সেই সঙ্গে । জল্পনা তখন থেকেই ছিল । আজ রাজধানীতে বিজেপির কার্যালয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী । দীনেশ ত্রিবেদীকে আজ দলে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পীয়ূষ গোয়েলও ।

দীনেশ ত্রিবেদীর হাতে পুষ্পস্তবক তুলে দেন নাড্ডা । গলায় পরিয়ে দেন গেরুয়া উত্তরীয় । গৈরিক অভিনন্দন জানান পীয়ূষ গোয়েলও । আগামীকাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি । ব্রিগেডে সভা করবেন । বিজেপির রবিবাসরীয় ব্রিগেডে থাকবেন দীনেশ ত্রিবেদীও ।

ব্রিগেড সমাবেশের ঠিক একদিন আগে বর্ষীয়ান এই নেতার পদ্মশিবিরে নাম লেখানো নিঃসন্দেহে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা । আজ দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেওয়ার পর নাড্ডা বললেন, ভালো লোক ভুল দলে চলে গিয়েছিলেন । এবার ঠিক দলে চলে এসেছেন । আজকের বিজেপির সাংবাদিক বৈঠকে নাড্ডা শুরু থেকে শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন । রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীনেশ ত্রিবেদীর স্বচ্ছতারও ভূয়ষী প্রশংসা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ।

নয়াদিল্লিতে বিজেপি কার্যালয়ে দীনেশ ত্রিবেদীকে দলে স্বাগত জানালেন জে পি নাড্ডা

দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ভবিষ্যৎ কোনদিকে মোড় নিতে চলেছে তা অনেকেই আগেভাগে আন্দাজ করে নিয়েছিলেন । রাজ্যে যেভাবে দলবদলের পালা চলছে, দীনেশ ত্রিবেদীও যে সেই স্রোতেই গা ভাসাবেন এমন অনুমান অনেকেই করেছিলেন ।

আরও পড়ুন : "মোদি, শাহ বন্ধু... বিজেপিতে যাওয়ায় ভুল কিছু নেই"

দীনেশ ত্রিবেদী নিজেই সেই জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন । গতমাসেই তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ তাঁর অনেক দিনের পুরানো বন্ধু । বিজেপিতে যোগ দেওয়ায় ভুল কিছু নেই বলেও জানিয়েছিলেন তিনি ।

আজ বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর কথাতে সেই প্রসঙ্গই আরও একবার উঠে এল । বললেন, তিনি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন । রাজনীতির মূল লক্ষ্য যে জনতার সেবা করা, সেটাও বারবার নিজের বক্তব্যে বুঝিয়ে দিলেন প্রাক্তন সাংসদ । একইসঙ্গে নাম না করে নিজের পুরনো দলকেও নিশানায় নিতে ছাড়লেন না । বর্ষীয়ান নেতাকে আজ বলতে শোনা গেল, একটি দলে জনতার সেবার বদলে একটি নির্দিষ্ট পরিবারের সেবা করা হয় ।

আরও পড়ুন :দীনেশ ত্রিবেদীর দলত্যাগ কি "ব্যথা"-র কারণ হতে পারে তৃণমূলের ?

ভোটের বাকি আর মাত্র তিন সপ্তাহ । তৃণমূল শিবির ইতিমধ্যেই নিজেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে । বিজেপিরও ওই একই দিনে প্রথম দুই দফার প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল । কিন্তু শেষ মুহূর্তে দিন পিছিয়ে নেন দিলীপ-কৈলাসরা । নরেন্দ্র মোদির ব্রিগেড সভার পরেই পদ্মশিবিরের প্রার্থীতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব ।

ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আজ বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী । আগামীকাল ব্রিগেড সমাবেশেও থাকবেন তিনি । বিজেপি সূত্রে খবর, ব্রিগেডের মাঠে থাকতে পারেন ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক তারকা । রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার জন্যই অপেক্ষা করছিল গেরুয়া শিবির । নীলবাড়ির দখল নেওয়ার লড়াইয়ে তৃণমূলের প্রার্থীতালিকা দেখে, পর্যালোচনা করে, জল মেপে ময়দানে নামতে চাইছে বিজেপি । সম্ভবত সেই কারণেই মোদির ব্রিগেডের পর বিজেপি তাদের প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছে । এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থীতালিকায় দীনেশ ত্রিবেদীকেও দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে ।

Last Updated : Mar 6, 2021, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details