পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোটের দায়িত্বে অধীর, আপাতত লোকসভায় কংগ্রেসের নেতা রভনীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে যাতে বেশি সময় দিতে পারেন অধীররঞ্জন চৌধুরি, তাই তাঁকে সাময়িক ভাবে লোকসভার দলনেতার দায়িত্ব থেকে অব্যাহতি দিল কংগ্রেস ৷ চলতি বাজেট অধিবেশনের জন্য লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলাবেন সাংসদ রভনীত সিং বিট্টু ৷

ভোটের দায়িত্বে অধীর, আপাতত লোকসভায় কংগ্রেসের নেতা রভনীত
ভোটের দায়িত্বে অধীর, আপাতত লোকসভায় কংগ্রেসের নেতা রভনীত

By

Published : Mar 11, 2021, 9:03 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে যাতে বেশি সময় দিতে পারেন অধীররঞ্জন চৌধুরি, তাই তাঁকে সাময়িক ভাবে লোকসভার দলনেতার দায়িত্ব থেকে অব্যাহতি দিল কংগ্রেস ৷ সংসদে এখন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে ৷ এই পর্বে লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলাবেন সাংসদ রভনীত সিং বিট্টু ৷ বৃহস্পতিবার কংগ্রেসের তরফে ঘোষণা করে 45 বছরের এই সাংসদকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির শেষে ৷ আগামী 27 মার্চ প্রথম দফার নির্বাচন ৷ তার পর এপ্রিলের শেষ পর্যন্ত আরও সাত দফার নির্বাচন হবে ৷ ফলে এই সময়টায় কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ব্যস্ত থাকবেন নির্বাচনী প্রচারে ৷ তাই সংসদে তাঁর পক্ষে উপস্থিত থাকা কার্যত অসম্ভব ৷

কিন্তু তিনি না থাকলে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় সরব হবেন কে ? কাকে দিয়ে কেন্দ্রকে আক্রমণ করা হবে ? সেই কথা ভেবেই রভনীত সিং বিট্টুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷ তাঁকে গত অগস্টেই লোকসভায় দলের মুখ্য সচেতক করা হয় ৷ যদিও প্রথাগত ভাবে লোকসভার দলনেতা কোনও কারণে ব্যস্ত থাকলে দায়িত্ব বর্তায় উপ-নেতার উপর ৷ কিন্তু লোকসভায় কংগ্রেসের উপ-নেতা গৌরব গগৈও নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷ তিনি অসমের সাংসদ ৷ সেই রাজ্যেও বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন :ঐশীর নামে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

উল্লেখ্য, রভনীত সিং বিট্টু পঞ্জাবের সাংসদ ৷ তিনি 2009 সালে প্রথমবার লোকসভার সাংসদ হন ৷ সেবার জিতেছিলেন আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে ৷ 2014 ও 2019 সালে তিনি লুধিয়ানা থেকে জিতে সাংসদ হন ৷ জাতীয় রাজনীতি তিনি সেভাবে পরিচিত না হলেও তাঁর পারিবারিক রাজনৈতিক ইতিহাস দীর্ঘ ৷ তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিংয়ের নাতি ৷ 1995 সালে বেয়ন্ত সিংকে হত্যা করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details