নয়াদিল্লি, 11 মার্চ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে যাতে বেশি সময় দিতে পারেন অধীররঞ্জন চৌধুরি, তাই তাঁকে সাময়িক ভাবে লোকসভার দলনেতার দায়িত্ব থেকে অব্যাহতি দিল কংগ্রেস ৷ সংসদে এখন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে ৷ এই পর্বে লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলাবেন সাংসদ রভনীত সিং বিট্টু ৷ বৃহস্পতিবার কংগ্রেসের তরফে ঘোষণা করে 45 বছরের এই সাংসদকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির শেষে ৷ আগামী 27 মার্চ প্রথম দফার নির্বাচন ৷ তার পর এপ্রিলের শেষ পর্যন্ত আরও সাত দফার নির্বাচন হবে ৷ ফলে এই সময়টায় কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ব্যস্ত থাকবেন নির্বাচনী প্রচারে ৷ তাই সংসদে তাঁর পক্ষে উপস্থিত থাকা কার্যত অসম্ভব ৷
কিন্তু তিনি না থাকলে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় সরব হবেন কে ? কাকে দিয়ে কেন্দ্রকে আক্রমণ করা হবে ? সেই কথা ভেবেই রভনীত সিং বিট্টুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷ তাঁকে গত অগস্টেই লোকসভায় দলের মুখ্য সচেতক করা হয় ৷ যদিও প্রথাগত ভাবে লোকসভার দলনেতা কোনও কারণে ব্যস্ত থাকলে দায়িত্ব বর্তায় উপ-নেতার উপর ৷ কিন্তু লোকসভায় কংগ্রেসের উপ-নেতা গৌরব গগৈও নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷ তিনি অসমের সাংসদ ৷ সেই রাজ্যেও বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন :ঐশীর নামে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়
উল্লেখ্য, রভনীত সিং বিট্টু পঞ্জাবের সাংসদ ৷ তিনি 2009 সালে প্রথমবার লোকসভার সাংসদ হন ৷ সেবার জিতেছিলেন আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে ৷ 2014 ও 2019 সালে তিনি লুধিয়ানা থেকে জিতে সাংসদ হন ৷ জাতীয় রাজনীতি তিনি সেভাবে পরিচিত না হলেও তাঁর পারিবারিক রাজনৈতিক ইতিহাস দীর্ঘ ৷ তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিংয়ের নাতি ৷ 1995 সালে বেয়ন্ত সিংকে হত্যা করা হয়েছিল ৷