নয়াদিল্লি, 16 মার্চ:প্রত্যাশিতভাবেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার 6 মাস পর রাজনৈতিক দলে যোগদান করে তিনি সংবিধান ভঙ্গ করছেন বলে টুইটে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তখনই দলের একাংশ মনে করেছিল যে তাড়াহুড়ো করে এই টুইট করে স্বপন দাশগুপ্তকে সতর্কই করে দিলেন মহুয়া ৷ আর তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই বিতর্কে জল ঢেলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত ৷
সোমবার রাতে স্বপন দাশগুপ্তর সাংসদ পদ বাতিলের দাবি জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী ৷ সংবিধানের দশম তফশিলে বলা হয়েছে, রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত হয়ে শপথ নেওয়ার 6 মাস পর যদি কেউ রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁকে সাংসদ পদ বাতিল হয়ে যাবে ৷ 2016 সালের এপ্রিলে শপথ নিয়েছিলেন তিনি ৷ এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন ৷ এখন বিজেপিতে যোগ দেওয়ায় অবশ্যই তাঁর সাংসদ পদ এখনই বাতিল হওয়া উচিত ৷" এই টুইট করার পাশাপাশি সংবিধানের দশম তফশিলের একটি প্রতিলিপিও তুলে ধরেন মহুয়া মৈত্র ৷