পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমিশনের কাছে পুর প্রশাসকদের সরানোর দাবি তুলল বিজেপি - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল ৷ সেখানে তারা পুর প্রশাসকদের সরানোর দাবি তুলল ৷ যেহেতু তৃণমূল নেতাদের পুর প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তাই তাঁরা তৃণমূলের হয়ে কাজ করছেন ৷ এমনই অভিযোগ রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তর ৷

কমিশনের কাছে পুর প্রশাসকদের সরানোর দাবি তুলল বিজেপি
কমিশনের কাছে পুর প্রশাসকদের সরানোর দাবি তুলল বিজেপি

By

Published : Mar 12, 2021, 9:51 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ : পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার প্রশাসকরা পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করল বিজেপি ৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে এই অভিযোগ করল গেরুয়া শিবির ৷ তারা অবাধ নির্বাচনের স্বার্থে এই পুর প্রশাসকদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ৷

এদিন নির্বাচন কমিশনের সদর দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল ৷ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার সত্যতা প্রকাশের দাবি নিয়ে নির্বাচন কমিশনে হাজির হন বিজেপির পীযূষ গয়াল, সম্বিত পাত্র, স্বপন দাশগুপ্তরা ৷ সেখানেই পুর-প্রশাসকদের নিয়েও অভিযোগ জানানো হয় ৷

রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তর দাবি, যেহেতু তৃণমূল নেতাদের পুর প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তাই তাঁরা তৃণমূলের হয়ে কাজ করছেন ৷ বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলির ব্যানার-ফেস্টুন টাঙাতে বাধা দেওয়া হচ্ছে ৷ তাই অবাধ নির্বাচনের স্বার্থে ওই পুর প্রশাসকদের সরিয়ে দিক কমিশন ৷

আরও পড়ুন :নন্দীগ্রামে মমতার দুর্ঘটনার সময়ের ভিডিয়ো প্রকাশের দাবিতে কমিশনে বিজেপি

প্রসঙ্গত, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের শতাধিক পুরসভার মেয়াদ শেষ হয়েছে ৷ কিন্তু কোথাও নির্বাচন হয়নি৷ সব জায়গাতেই প্রশাসক দিয়ে কাজ চালানো হচ্ছে ৷ অধিকাংশ পুরসভাতেই বিদায়ী পুরবোর্ডের চেয়ারম্যানকে পুর প্রশাসক করা হয়েছে ৷ যেহেতু তৃণমূলের দখলেই অধিকাংশ পুরসভা ছিল, তাই তৃণমূল নেতারাই বেশিরভাগ পুরসভার প্রশাসক হিসেবে কাজ করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details