নিউ দিল্লি, 29 এপ্রিল: ভুল করে ব্লক করা হয়েছে ‘#রিজাইন মোদি’ পোস্ট, জানাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ৷ পরে এই হ্যাশট্যাগের পোস্টগুলি থেকে ব্লক তুলে নিয়ে এই কথা জানায় সংস্থা ৷
সম্প্রতি ভারতে কোভিড সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ছে দ্রুত ৷ করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী, তা ছাড়িয়ে গিয়েছে বিশ্বের সমস্ত রেকর্ডকে ৷ হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাবে মানুষের অসহায় অবস্থা, জ্বলতে থাকা চুল্লির ছবির পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়াগুলি ৷ আর ভারতের এই অবস্থার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাই তাঁর পদত্যাগ করা উচিত ৷ এই প্রতিবাদী পোস্টেও ছেয়ে গিয়েছে ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলি ৷
সম্প্রতি এই ধরনের পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এতে কোভিড সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে ৷ তাই প্যানডেমিক নিয়ন্ত্রণে আনতে এই ধরনের যে কোনও পোস্ট যেন ব্লক করে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি ৷