নয়াদিল্লি, 16 ডিসেম্বর: 2012 সালের 16 ডিসেম্বর ৷ ভারতের নারী সুরক্ষার ইতিহাসে এক কালো দিন বলা যায় ৷ দেশকে নাড়িয়ে দিয়েছিল ওই দিন ঘটে যাওয়া এক বীভৎস ঘটনা ৷ নির্ভয়া গণধর্ষণকাণ্ড (Nirbhaya Gang Rape Case) ৷ ধর্ষণের পাশাপাশি 16 ডিসেম্বরের রাতে যেভাবে দেশের রাজধানী দিল্লির বুকে এক তরুণীর উপর অত্যাচার চালানো হয়েছিল নারকীয় সেই বিবরণ শুনে শিউরে উঠেছিল সভ্য সমাজ ৷ চলন্ত বাসে শীতের রাতে এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েছিল 6 জন, যাদের মধ্যে একজন ছিল নাবালক ৷ ঘটনার দিন কয়েক পরেই হাসপাতালে মারা যান প্যারা-মেডিক্যাল কোর্সের ওই ছাত্রী ৷ দেশজোড়া প্রতিবাদের মুখে পড়ে নারী সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি (Nirbhaya Case) ৷ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা কমাতে তৈরি হয় কড়া আইন ৷ নারী সুরক্ষায় তৈরি হয় 'নির্ভয়া ফান্ড' (10 years of Nirbhaya case) ৷
তথ্য বলছে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের পর পুলিশি তদন্ত প্রক্রিয়াতেও অনেক বদল আসে ৷ ফরান্সিক পরীক্ষায় জোর দেওয়া হয় ৷ অপরাধীদের শাস্তি দিতে ফরান্সিক পরীক্ষার গুরুত্ব আরও বাড়ে ৷ ঘটনার প্রায় 8 বছর পর অর্থাৎ 2020 সালের 20 মার্চ শাস্তি হয় এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়া 4 জনের ৷ দেওয়া হয় ফাঁসি ৷ ঘটনায় আরেক অভিযুক্ত রাম সিং 2013 সালের 11 মার্চ মাসে তিহার জেলেই আত্মহত্যা করে ৷ ষষ্ঠ অভিযুক্ত দোষী প্রমাণিত হলেও ঘটনার সময় সে নাবালক থাকায় তাকে পাঠানো হয় জুভেনাইল হোমে (Nirbhaya Gang Rape Case timeline) ৷ কিন্তু নির্ভয়াকাণ্ডের 10 বছর পরেও বদলায়নি দেশে নারী সুরক্ষার চিত্র ৷ তথ্য বলছে ধর্ষণ, গণধর্ষণ, খুনের মতো ঘটনা মহিলাদের বিরুদ্ধে আরও বেড়েছে ৷