নয়াদিল্লি, 15 জানুয়ারি : শুক্রবার রাত থেকে দিল্লিতে লাগু হয়ে গেল সপ্তাহ শেষের কার্ফু (Weekend Curfew Starts in Delhi) ৷ আর সেই সঙ্গে 55 ঘণ্টার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন সব পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ৷ জাতীয় রাজধানীতে করোনার সংক্রমণে রাশ টানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার রাত 10টা থেকে সপ্তাহ শেষের কার্ফু লাগু হয়েছে ৷ চলবে সোমবার ভোর 5টা পর্যন্ত (Non Essential Activities Stop Till Monday Morning) ৷ গত 1 জানুয়ারি দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশিকা অনুযায়ী সপ্তাহ শেষে কার্ফু শুরু হয়েছে ৷
তবে, কার্ফু থাকলেও দিল্লির মেট্রো পরিষেবা চালু থাকবে ডিডিএমএ’র জারি করা নির্দেশিকা মেনে ৷ এমনই জানিয়েছেন দিল্লি মেট্রোর এক আধিকারিক ৷ পাশাপাশি বাস পরিষেবাও স্বাভাবিক থাকবে ৷ তবে, মেট্রো ও বাস পরিষেবায় একশো শতাংশ আসনে যাত্রীরা বসতে পারলেও, কোনও যাত্রী দাঁড়িয়ে সফর করতে পারবেন না ৷ দিল্লি মেট্রো ‘হলুদ লাইন’ অর্থাৎ, এইচএউডএ সিটি সেন্টার থেকে শ্যামপুর বদলি এবং ‘নীল লাইন’ অর্থাৎ, দ্বারকা সেক্টর-21 থেকে নয়ডা ইলেক্ট্রনিক সিটি/বৈশালী পর্যন্ত 154 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে ৷ এ ছাড়া বাকি লাইনে 20 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দেওয়া হবে যাত্রীদের ৷