পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের - কোভিড-19

এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের ৷ সোমবার এই আবেদন করলেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল ৷ যদিও বাস্তবে তা কতটা মানা হবে, বা আদৌ তা মানা সম্ভব কিনা, সেই প্রশ্ন থাকবেই ৷

Wear a mask even at home: Niti Aayog member
এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন নীতি আয়োগের

By

Published : Apr 26, 2021, 8:33 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল :এবার বাড়িতেও মাস্ক পরার আবেদন করলেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল ৷ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘অতিমারির এই আবহে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না ৷ এমনকী, পরিবারের সঙ্গে থাকার সময়েও দয়া করা মাস্ক পরুন ৷ মাস্ক পরাটা ভীষণ জরুরি ৷ কাউকে বাড়িতে ডাকবেন না ৷’’

এদিন ডা. পাল বলেন, ‘‘করোনাকে ভয় পেলে চলবে না ৷ এর মোকাবিলা করতে হবে ৷’’ পাশাপাশি তিনি জানান, অতিমারির আবহে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দশা ভারতের ৷ বিশেষজ্ঞদের সাফ কথা, করোনা ঠেকাতে গেলে মানতেই হবে দূরত্ববিধি ৷ পরতেই হবে মাস্ক ৷ কিন্তু তারপরও নিয়ম মানছেন না বহু মানুষ ৷ মাস্ক ছাড়াই এখান-ওখান ঘুরে বেড়াচ্ছন তাঁরা ৷ কিছু জায়গায় এমন লোকজনকে গ্রেফতার করা হলেও বহু ক্ষেত্রে প্রশাসনের মধ্যেও দেখা যাচ্ছে গা-ছাড়়া মনোভাব ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত সন্দেহে ছুঁল না কেউ, অবহেলায় প্রাণ হারালেন যুবক

এই প্রেক্ষাপটে এবার মাস্ক পরার বিষয়ে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এবার থেকে বাড়ির অন্দরেও মাস্ক পরতে বলছে তারা ৷ যদিও বাস্তবে তা কতটা মানা হবে, বা আদৌ তা মানা সম্ভব কিনা, সেই প্রশ্ন থাকবেই ৷

ABOUT THE AUTHOR

...view details