পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের - তৃণমূল কংগ্রেস

মোদি সরকার এখনও পর্যন্ত 3 লাখ 70 হাজার কোটি টাকা আমজনতার থেকে তুলেছে পেট্রল ডিজ়েলের দাম বাড়িয়ে ৷ সেই টাকা কি এই কাজে (পেগাসাস) ব্যবহার করা হয়েছে ? প্রশ্ন তৃণমূলের ৷

পেগাসাসে অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র
ছবি

By

Published : Jul 20, 2021, 4:16 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই : রবিবার রাত থেকে শুরু হয়েছে ৷ তারপর থেকেই ফোনে আড়ি পাতার ইস্যুতে তোলপাড় গোটা দেশ ৷ গতকাল সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের বাক্যবাণ ৷ মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷ বেলা গড়াতে গড়াতে আরও নতুন তথ্য আসে পেগাসাস ইস্যুতে ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোন নম্বর পাওয়া যায় আড়ি পাতার তালিকায় ৷ নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তখন থেকেই কিছুটা অনুমান করা হয়েছিল, আগামীতে আরও বড় হতে চলেছে বিরোধীদের প্রতিবাদ ৷ হলও তাই ৷

আজও সকাল থেকে বিরোধীদের হই হট্টগোল অব্যাহত সংসদ ভবনে ৷ পেগাসাস ইস্যুতে টানা চাপ সৃষ্টির চেষ্টা কেন্দ্রের উপর ৷ পেগাসাস কাণ্ডে আজ সকাল থেকেই সরব তৃণমূল ৷ দিনের শুরুতে সংসদের বাইরে ধর্নাতেও বসেছিলেন তৃণমূল সাংসদরা ৷ শুধু অভিষেকই নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনও নাকি হ্যাক করার চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ করছেন তৃণমূল সাংসদরা ৷

আজ দুপুরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিক বৈঠক করেন ৷ একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন কেন্দ্রকে ৷ তৃণমূল সাংসদদের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাকের চেষ্টা করেও হারতে হয়েছে বিজেপিকে ৷ কমিশন সহ সমস্ত এজেন্সিকে ব্যাবহার করেও হার বিজেপির ৷

ডেরেকের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে বিরোধীদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে ৷ জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগের বিষয় ৷ এই নিয়ে কোনওরকম আপস করা উচিত হবে না ৷ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সম্প্রসারণ করা হয়েছে, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷ প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করা হয়েছে বলেও মন্তব্য করতে ছাড়লেন না ৷

তৃণমূলের দাবি, পেগাসাস নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র ৷ আগামী দিনগুলিতে সংসদের দুই কক্ষেই পেগাসাস নিয়ে বিরোধিতা চালিয়ে যাবে তৃণমূল ৷ সাংসদ মহুয়া মৈত্র বলেন, ভারতের সাংবাদিক, নেতাসহ 300 জনের ফোনের উপর নজরদারি চালানো হয়েছে ৷ পেগাসাস বলছে, তারা শুধু সরকারকে সফটওয়ার বিক্রি করে ৷ কেন্দ্র তাহলে স্পষ্ট করে জানাক, তাদের কোনও মন্ত্রক বা কোনও সংস্থা পেগাসাস ব্যবহার করছে কি না ৷

তৃণমূল সাংসদদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না পেগাসাস নিয়ে কেন্দ্র আলোচনা করছে এবং যথাযথ উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদের উভয় কক্ষ অচল রাখব ৷ একইসঙ্গে তিনটি কৃষি আইন প্রত্যাহারেরও দাবি জানাব আমরা ৷ তৃণমূল ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছে ৷

পাশাপাশি পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়েও আজ কেন্দ্রকে বিঁধলেন তৃণমূল সাংসদরা ৷ তাঁদের দাবি, মোদি সরকার এখনও পর্যন্ত 3 লাখ 70 হাজার কোটি টাকা আমজনতার থেকে তুলেছে পেট্রল ডিজ়েলের দাম বাড়িয়ে ৷ সেই টাকা কি এই কাজে (পেগাসাস) ব্যবহার করা হয়েছে ?

ABOUT THE AUTHOR

...view details