পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kejriwal On CBI Raid সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি - মণীশ সিসোদিয়া

সিবিআইকে স্বাগত জানাচ্ছি (We Welcome CBI)৷ মণীশ সিসোদিয়ার (Arvind Kejriwal On Raid) বাড়িতে সিবিআই হানার পর এমনই প্রতিক্রিয়া জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal On CBI Raid)৷

"We Welcome CBI", says Arvind Kejriwal On Raid At Deputy Manish Sisodia's House
সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি

By

Published : Aug 19, 2022, 11:40 AM IST

নয়াদিল্লি, 19 অগস্ট: আমরা সিবিআই-কে স্বাগত জানাচ্ছি (We Welcome CBI)৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal On CBI Raid)৷ তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় আজ সাতসকালে মণীশ সিসোদিয়ার (Raid At Deputy Manish Sisodias House) বাড়িতে হানা দেয় সিবিআই (Arvind Kejriwal On Raid)৷ এর পরই স্কুলের উন্নতিতে মণীশের অবদানের কথা উল্লেখ করে হিন্দি টুইটে কেজরিওয়াল লেখেন, "যেই দিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় দিল্লির শিক্ষামন্ত্রকের প্রশংসা ও মণীশ সিসোদিয়ার ছবি ছাপা হল, সেই দিনই মণীশের বাড়িতে সিবিআই পাঠাল কেন্দ্র ৷" তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, "সিবিআই-কে স্বাগত জানাচ্ছি ৷ পূর্ণ সহযোগিতা করব ৷ আগেও অনেক তল্লাশি/রেইড হয়েছে ৷ কিছুই পাওয়া যায়নি ৷ এ বারও কিছু পাওয়া যাবে না ৷"

এর আগে টুইটে সিবিআই হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মণীশ সিসোদিয়াও ৷ তিনি লেখেন, "দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷" তবে কেজরির মতো তিনিও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন:দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, টুইটে কেন্দ্রকে নিশানা মণীশের

আজই সকালে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতার ছবিটি টুইটে শেয়ার করেছিলেন সিসোদিয়া ৷ সেখানে তিনি ক্যাপশনে লেখেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষা বিপ্লব প্রখ্যাত নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় জ্বলজ্বল করছে ৷ দিল্লি যে পথ দেখাচ্ছে, তা লক্ষ্য করছে বিশ্ব ৷"

আম আদমি পার্টির আরেক সরকারের নেতৃত্বে থাকা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর টুইটে লিখেছেন, "স্বাধীনতার পর থেকে মণীশ সিসোদিয়াই ভারতের সেরা শিক্ষামন্ত্রী ৷" আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাড়িতে সিবিআই পাঠাচ্ছেন বলে দাবি করে কটাক্ষ করেন ভগবন্ত মান ৷

ABOUT THE AUTHOR

...view details