তেজপুর (অসম), 30 জুলাই: অনেক হল মনের কথা, এবার হোক 'মণিপুর কি বাত' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠিক এভাবেই কটাক্ষ 11 বছরের মনিপুরি কন্যার ৷ সে বলে উঠল, "মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার মন কী বাত শুনতে চাই না ৷ আমরা মণিপুরের কথা শুনতে চাই ৷ আমরা প্রায় মরতে বসেছি ৷" কোনও রাজনীতিবিদ বা নরেন্দ্র মোদি বিরোধী নেতার কথা নয়, এই কথাগুলি বলেছে 11 বছরের এক কন্যা ৷ টুইটারে এভাবেই মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেছে মণিপুরের মেইতেই সম্প্রদায়ের এই মেয়ে, লিসিপ্রিয়া কাঙ্গুজাম ৷ 11 বছর বয়সি এই কন্যা ইতিমধ্যেই একজন পরিবেশ কর্মী হিসেবে পরিচিতি পেয়েছে ৷ এবার, প্রায় গত 3 মাস ধরে চলা নিজের রাজ্যের পরিস্থিতি নিয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করল সে ৷
মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরাও ৷ বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের তরফে লোকসভায় মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছে ৷ কিন্তু মাত্র 11 বছরের এক মেয়ে যেভাবে সোশাল মিডিয়ার মাধ্যমে ঘুরিয়ে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছে তা অনেকের নজর কেড়েছে ৷ মণিপুরে শান্তি ফেরানোর দাবি জানিয়ে শনিবার ইম্ফলে পথে নেমেছিল কয়েক হাজার মণিপুরবাসী ৷ সেই ছবিও টুইটারে পোস্ট করেছে লিসিপ্রিয়া ৷ সঙ্গে লিখেছে, "ধন্যবাদ নরেন্দ্র মোদিজী আমাদের সবাইকে এক করার জন্য ৷"
আরও পড়ুন:'আমার হৃদয় ব্যথিত', মণিপুর নিয়ে কেন্দ্রকে বিঁধে বার্তা মমতার