পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আপনার চ্যাট কি ফেসবুকের সঙ্গে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ ? - WhatsApp Privacy Policy

হোয়াটসঅ্যাপের তরফে একটি টুইটে জানানো হয়েছে কোন কোন তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে না ।

হোয়াটসঅ্যাপ আপডেট
প্রতীকী ছবি

By

Published : Jan 12, 2021, 1:34 PM IST

দিল্লি, 12 জানুয়ারি : 8 ফেব্রুয়ারি থেকে নতুন প্রাইভেসি পলিসি নিয়ে আসছে ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যেখানে অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তি স্বাধীনতা বা প্রাইভেসি হারাতে চলেছেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ তার নয়া পলিসিতে অ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবে। নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যাপক এই পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ সম্পর্কে । যার মধ্যে অন্যতম হল, ব্যবহারকারীর পরিবার ও বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ম্যাসেজের গোপনীয়তা নষ্ট হয়ে যেতে পারে । সেই বিষয়ে এবার নিরবতা ভাঙল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ।

পরিষ্কার জানিয়ে দেওয়া হল, সংস্থার পলিসিগত যে পরিবর্তন আনা হচ্ছে, তাতে ব্যবহারকারীর পরিবার ও বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ম্যাসেজের গোপনীয়তার উপর কোনওভাবেই প্রভাব পড়বে না । ম্যাসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেডই থাকবে ।

হোয়াটসঅ্যাপের তরফে একটি টুইটে জানানো হয়েছে কোন কোন তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে না...

  • হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত ম্যাসেজ দেখতে পারে না বা কোনও ফোনের কথোপকথন শুনতে পারে না । ফেসবুকও তা পারবে না ।
  • ব্যবহারকারী কাকে ফোন করছেন বা ম্যাসেজ করছেন তার কোনও লগ বা তালিকা হোয়াটসঅ্য়াপ নিজের কাছে রাখে না ।
  • ব্যবহারকারীর লোকেশন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কেউই দেখতে পাবে না ।
  • হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্ট ফেসবুকের সঙ্গে শেয়ার করে না ।
  • যাবতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রাইভেটই থাকবে ।
  • ব্যবহারকারী তার ম্যাসেজ মুছে ফেলতে পারবে ।
  • ব্যবহারকারী তার হোয়াটসঅ্যাপ ডেটা ডাউনলোড করতে পারবে ।

আরও পড়ুন : নতুন প্রাইভেসি পলিসি আনছে হোয়াটসঅ্যাপ, সিগনাল ও টেলিগ্রামে ঝুঁকছে মানুষ

হোয়াটসঅ্যাপের তরফে আরও জানানো হয়েছে যে বিজ্ঞাপনের জন্য ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীর কোনও চ্যাট ব্যবহার করা হয় না । অতিরিক্ত গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ম্যাসেজ সেটিংস বদলে "ডিসঅ্যাপিয়ার ফ্রম চ্যাটস আফটার ইউ সেন্ড দেম" করার জন্যও বলেছে ।

ABOUT THE AUTHOR

...view details