পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জয়-পরাজয় থেকে শিক্ষা নিতে হবে, উত্তরপ্রদেশে ভোটের আগে বার্তা মোদির - উত্তরপ্রদেশ

শুধুমাত্র জয়ের কথা ভাবলেই হবে না ৷ শিক্ষা নিতে হবে জয় ও পরাজয়, দু’টো থেকেই ৷ সাত রাজ্য়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বার্তা নরেন্দ্র মোদির ৷

we have to learn from both victory and defeat, Narendra Modi's message before the UP poll
জয়, পরায়জয় থেকে শিক্ষা নিতে হবে, উত্তরপ্রদেশে ভোটের আগে বার্তা মোদির

By

Published : Jun 7, 2021, 6:57 PM IST

Updated : Jun 7, 2021, 7:45 PM IST

নয়াদিল্লি, 7 জুন : সাতটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর সাফ কথা, শুধুমাত্র জয়ের কথা ভাবলেই হবে না ৷ শিক্ষা নিতে হবে জয় এবং পরাজয়, দু’টো থেকেই ৷ প্রসঙ্গত, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন ৷ দেশের মধ্যে যার বিধায়ক ও সাংসদ সংখ্যা সবথেকে বেশি ৷ ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রে কোন দল সরকার গড়বে, সেই চাবি থাকে এই রাজ্য়ের হাতেই ৷

সেক্ষেত্রে উত্তরপ্রদেশ-সহ সাত রাজ্য়ে বিধানসভা ভোটের আগে পরাজয় থেকে শিক্ষা নেওয়া যে বার্তা মোদি দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, ‘‘জয় হোক বা পরাজয়, দু’টো থেকেই শিক্ষা নিতে হবে ৷ আসন্ন নির্বাচনগুলির জন্য প্রস্তুত হতে হবে ৷’’

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্তি ছিল মিলিঝুলি ৷ একদিকে তারা যেমন অসমের ক্ষমতা ধরে রাখতে পেরেছে এবং পুদুচেরিতেও জয়ী হয়েছে, অন্যদিকে, পশ্চিমবঙ্গে তাদের নিরাশ হতে হয়েছে ৷ বিজেপি নেতাদের দাবি ছিল, 200-এর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে গেরুয়া শিবির ৷ অথচ বাস্তবে তিন অঙ্কের সংখ্যাতেও পৌঁছতে পারেনি তারা ৷ যা রাজ্য়ে তথা জাতীয় স্তরে বিজেপির কাছে বড় ধাক্কা ছিল ৷

রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে মোদি বলেন, জয়ের জন্য অসম ও পুদুচেরির বিজেপি কর্মীদের অভিনন্দন জানাতে হবে ৷ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিজেপি ও তাদের জোটসঙ্গী হারলেও দলের শক্তিবৃদ্ধি হয়েছে ৷ সেটাকে গুরুত্ব দিতে হবে ৷

আরও পড়ুন :যোগীর জন্মদিনে শুভেচ্ছা-টুইট নেই মোদির, কারণ নিয়ে জল্পনা

মোদির মতে, এই মুহূর্তে উত্তরপ্রদেশের আসন্ন ভোটই সবথেকে গুরুত্বপূর্ণ ৷ আপাতত সেদিকেই মনোনিবেশ করতে হবে ৷ যদিও ইতিমধ্যেই সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কর্মপদ্ধতি নিয়ে নানা মহলে এমনকী দলের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবুও যোগীর জায়গায় এখনই অন্য কাউকে ভাবতে নারাজ বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷

Last Updated : Jun 7, 2021, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details