মুম্বই, 31 অগস্ট: 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠকের প্রথম দিনই কার্যত ভোট প্রচারে নামার জন্য বার্তা দিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কংক্রিট রোডম্যাপ তৈরি করতে এবং জোটের অংশীদারদের মধ্যে সহযোগিতার জন্য একটি দৃঢ় কাঠামো প্রস্তুত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। আর সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে সময় খুব একটা নেই জোটের হাতে ৷ লোকসভা ভোটের আগে দ্রুত প্রচারে নামা যে প্রয়োজন তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷
এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় কলকাতার সমাবেশ থেকে আশংকা প্রকাশ করে জানিয়েছিলেন, চলতি বছর ডিসেম্বরেই সম্ভবত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিতে পারে কেন্দ্র ৷ এরপর এদিনের জোট বৈঠক থেকে বেরিয়েও সেই আশংকায় শোনা গেল মমতা বন্দ্যোপরাধ্যায়ের গলায় ৷ এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের হাতে সময় কম। নষ্ট করার কোনও সময় নেই। আমাদের শীঘ্রই ময়দানে নামা দরকার ৷" তবে বৈঠকের বাইরে নয়, এদিন মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ থেকেও স্পষ্ট যে, বৈঠকেও এই বিষয়ে সরব হয়েছেন তিনি ৷
উল্লেখ্য, মুম্বইয়ে জোটের দুদিনের বৈঠকে অফিসিয়াল লোগোর পাশাপাশি কোন ফর্মুলায় লোকসভা ভোটে জোটের দলগুলি আসন ভাগাভাগি করে লড়াই করবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে ৷ এদিন বৈঠক থেকে বেরিয়ে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, "গোটা দেশে, সব জায়গাতেই আসন ভাগাভাগি হবে ৷ আমি বলেছি সব জায়গায় এভাবে আসন ভাগাভাগি করতে ৷"