পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CM Mamata Banerjee: 'আমাদের হাতে সময় কম', মুম্বইয়ে প্রথম দিনের বৈঠক শেষে আশংকা প্রকাশ মমতার

মমতা বন্দ্যোপাধ্য়ায় কলকাতার সমাবেশ থেকে আশংকা প্রকাশ করে জানিয়েছিলেন, চলতি বছর ডিসেম্বরেই সম্ভবত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিতে পারে কেন্দ্র ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে জোট বৈঠকের প্রথম দিনের শেষে সেই আশংকায় শোনা গেল মমতা বন্দ্যোপরাধ্যায়ের গলায় ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপরাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 11:00 PM IST

মুম্বই, 31 অগস্ট: 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠকের প্রথম দিনই কার্যত ভোট প্রচারে নামার জন্য বার্তা দিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কংক্রিট রোডম্যাপ তৈরি করতে এবং জোটের অংশীদারদের মধ্যে সহযোগিতার জন্য একটি দৃঢ় কাঠামো প্রস্তুত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। আর সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে সময় খুব একটা নেই জোটের হাতে ৷ লোকসভা ভোটের আগে দ্রুত প্রচারে নামা যে প্রয়োজন তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷

এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় কলকাতার সমাবেশ থেকে আশংকা প্রকাশ করে জানিয়েছিলেন, চলতি বছর ডিসেম্বরেই সম্ভবত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিতে পারে কেন্দ্র ৷ এরপর এদিনের জোট বৈঠক থেকে বেরিয়েও সেই আশংকায় শোনা গেল মমতা বন্দ্যোপরাধ্যায়ের গলায় ৷ এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের হাতে সময় কম। নষ্ট করার কোনও সময় নেই। আমাদের শীঘ্রই ময়দানে নামা দরকার ৷" তবে বৈঠকের বাইরে নয়, এদিন মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ থেকেও স্পষ্ট যে, বৈঠকেও এই বিষয়ে সরব হয়েছেন তিনি ৷

উল্লেখ্য, মুম্বইয়ে জোটের দুদিনের বৈঠকে অফিসিয়াল লোগোর পাশাপাশি কোন ফর্মুলায় লোকসভা ভোটে জোটের দলগুলি আসন ভাগাভাগি করে লড়াই করবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে ৷ এদিন বৈঠক থেকে বেরিয়ে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি বলেন, "গোটা দেশে, সব জায়গাতেই আসন ভাগাভাগি হবে ৷ আমি বলেছি সব জায়গায় এভাবে আসন ভাগাভাগি করতে ৷"

এদিন বৈঠকের আগে আদানি ইস্যুকে নিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাহুল গান্ধি ৷ অনানুষ্ঠানিক বৈঠক শুরুর আগে, শিবসেনা (ইউবিটি) নেতাদের সঙ্গে হালকা চালে মতবিনিময় করতেও দেখা গিয়েছে রাহুল গান্ধিকে ৷ আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউতের পাশাপাশি এনসিপি নেতা সুপ্রিয়া সুলে এবং জয়ন্ত পাটিলের সঙ্গেও আলোচনা করেন রাহুল। উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকেও এদিনের বৈঠকের আগে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মোদি কেন নীরব, প্রশ্ন তুললেন রাহুল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদব, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবিজেপি দলের শীর্ষ নেতারা এই বৈঠকে যোগ দিয়েছেন। হাজির ছিলেন, কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। শুক্রবার ফের বৈঠকে বসবে 'ইন্ডিয়া' জোট ৷

ABOUT THE AUTHOR

...view details