পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kiren Rijiju: 'বিচারপতিদের দিয়ে আমরা যন্ত্রের মতো কাজ করাতে পারি না', মত আইনমন্ত্রীর

পড়ে থাকা মামলার শুনানি নিয়ে এবার বিচারপতি এবং বিচারকদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু (Union Law and Justice Minister Kiren Rijiju) ৷ তিনি জানালেন, মামলার শুনানি পড়ে রয়েছে ঠিকই, তাই বলে বিচারপতিদের যন্ত্রের মতো কাজ করানো যায় না (We Cannot Make Judges Work Like Machines) ৷

We Cannot Make Judges Work Like Machines Kiren Rijiju on Pendency of Cases
We Cannot Make Judges Work Like Machines Kiren Rijiju on Pendency of Cases

By

Published : Sep 30, 2022, 10:01 AM IST

Updated : Sep 30, 2022, 10:26 AM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: বিচারাধীন মামলার সংখ্যা এবং বিচারপতিদের কাজের চাপ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু (Union Law and Justice Minister Kiren Rijiju) ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট এবং নিম্ন আদালত, সব জায়গায় বিচারপতি এবং বিচারকদের উপরে কাজের বিশাল চাপ রয়েছে ৷ তাই বলে আমরা বিচারপতিদের ‘যন্ত্রের মতো কাজ করাতে পারি না’ (We Cannot Make Judges Work Like Machines) ৷’’

রিজিজু বলেন, ‘‘আমি যখন 2021 সালে আইন মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলাম, তখন ভারতের সব আদালতে বাকি থাকা মামলার সংখ্যা ছিল 4.2 কোটি ৷ কিন্তু, মাত্র 1 বছর 3 মাসের মধ্যে সংখ্যাটা 4.8 কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ একদিকে আমরা আধুনিক আইনি প্রক্রিয়ার কথা বলছি ৷ যা পুরোপুরি নির্ভর করে, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং ন্যায্য রায় দানের উপর ৷ আর অন্যদিকে আমরাই বলছি, আমাদের দেশের সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ৷ আমাদের বুঝতে হবে যে, সবকিছুর একটা ভারসাম্য রাখা প্রয়োজন ৷ বিচারপতিদের দিয়ে আমরা যন্ত্রের মতো কাজ করাতে পারি না ৷’’

তবে, বিচারপতিদের পাশে দাঁড়ানোর সঙ্গেই, রিজিজু ন্যায় বিচারের আশায় থাকা সাধারণ মানুষের কথাও বলেন ৷ তাঁর কথায় আরও একবার উঠে এসেছে ‘ভারসাম্য রাখার’ প্রসঙ্গ, ‘‘একদিকে আমাদের বিচারকরা অনেক ধৈর্য্য ধরে প্রতিটি মামলার নিষ্পত্তি করছেন ৷ অন্যদিকে, বিচার পাওয়ার জন্য সাধারণ মানুষ কতটা লড়াই করছেন ৷ আমাদের একটা ভারসাম্য বজায় রাখতেই হবে ৷’’

কেন্দ্রীয় আইন মন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত ৷ সর্বত্র প্রত্যেক বিচারপতি প্রায় 50-60 করে মামলার ভার প্রতিদিন সামলাচ্ছেন ৷ এতগুলো মামলার ভার থাকলে কীভাবে একজন বিচারপতি দ্রুত মামলার নিষ্পত্তি করবেন ?’’ তাই বিচারাধীন মামলার সংখ্যা না গুনে, স্বাধীনতার পর থেকে দেশের বিচার প্রক্রিয়া কতটা উন্নতি করেছে , সাফল্য কতটা এসেছে তার ‘মূল্যায়ন’ করার প্রয়োজনীতার উপর জোর দেন কিরেন রিজিজু ৷

আরও পড়ুন:'সত্যি কথা বলা স্বদেশপ্রেম, দেশদ্রোহিতা নয়', রাষ্ট্রদ্রোহ আইন মুলতুবিকে স্বাগত রাহুলের

এ নিয়ে বলতে গিয়ে আগামী দিনে ভারতীয় আইন ও বিচার ব্যবস্থাকে আরও কতটা উন্নত করা যায়, সেই প্রসঙ্গ তুলে ধরেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু ৷ তিনি বলেন, ‘‘আমরা স্বাধীনতা 75 বছরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছি ৷ এটাই সঠিক সময় আমাদের নিজেদের ‘মূল্যায়ন’ করার ৷ আর আমি বিশ্বাস করি যে, যখন আমরা স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব, তখন অনেক পুরনো জিনিসকে পিছনে ফেলে, নতুন পদ্ধতিকে গ্রহণ করব ৷’’

Last Updated : Sep 30, 2022, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details