পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitin Gadkari: গরিবদের কল্যাণের জন্য আইন ভাঙা অপরাধ নয়, মত গড়করির - দুঃস্থদের ভালোর জন্য যদি 10 বার আইন ভাঙতে হয়

নাগপুরে আদিবাসীদের জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি ৷ সেখানে তিনি সাফ জানিয়ে দেন, প্রশাসনিক কর্তাদের কথা অনুযায়ী সরকার কাজ করবে না ৷ সরকার মন্ত্রীদের মত অনুযায়ী চলবে (Nitin Gadkari) ৷

Nitin Gadkari in Nagpur
নীতিন গড়কড়ি

By

Published : Aug 10, 2022, 10:07 AM IST

নাগপুর, 10 অগস্ট: গরিবদের কল্যাণের জন্য কোনও আইন বাধা হতে পারে না ৷ প্রয়োজনে সেই আইন লঙ্ঘন করতেও দ্বিধা বোধ করবেন না কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি ৷ এমনটাই জানালেন তিনি নাগপুরে ৷ মহারাষ্ট্রে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নাগপুর শাখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন ৷ সেখানে তিনি জানান, মহাত্মা গান্ধি বলে গিয়েছেন, দুঃস্থদের ভালোর জন্য যদি 10 বার আইন ভাঙতে হয় তো, তাই করা উচিত (Union Minister Nitin Gadkari says no law comes in the way of the welfare of the poor) ৷

এখানে বক্তৃতা দেওয়ার সময় আমলা ও সরকারের মধ্যে সম্পর্ক নিয়েও স্পষ্ট বার্তা দেন ৷ তিনি বলেন, "আমি সব সময় আমলাদের বলি, সরকার আপনাদের কথায় চলবে না ৷ আপনাদের 'হ্যাঁ, স্যর' বলতে হবে ৷ আমরা মন্ত্রীরা যা বলব, আপনাদের সেটা কার্যকর করতে হবে ৷ সরকার আমাদের মন অনুযায়ী কাজ করবে ৷" তাঁর আরও দাবি, সরকার আধিকারিকদের দয়ায় নয়, জনতার ভোটে চলে ৷

আরও পড়ুন: বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে বিশ্বাসযোগ্যতাই নীতীশের কাঁটা

1995 সালে গড়চিরৌলী এবং মেলঘাটে অপুষ্টির জন্য 2 হাজার আদিবাসী বাচ্চার মৃত্যু হয় ৷ তখন ওখানকার 450টি গ্রামে রাস্তা ছিল না ৷ বনবিভাগ তাদের আইন অনুযায়ী রাস্তা বানাতেও দিচ্ছিল না ৷ আর রাস্তা না থাকার কারণে গ্রামগুলির উন্নয়ন আটকে ছিল ৷ এই ঘটনা মনে করিয়ে তিনি বলেন, "তখন আমি এই সমস্যাটা আমার মতো করে মিটিয়ে দিয়েছিলাম ৷" তিনি বলেন, প্রশাসনিক আধিকারিকদের এটা মনে রাখা উচিত যে, তাঁদের মত অনুযায়ী সরকার কাজ করবে না, সরকারের কথা মেনে আধিকারিকদের চলতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details