পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Stays Calcutta HC Order: 'অযোগ্য'দের পুনর্বহাল মামলায় রাজ্যকে 'সুপ্রিম' স্বস্তি, সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ - কলকাতা হাইকোর্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতি (WBSSC scam) কাণ্ডে 'অযোগ্য'দের পুনর্বহাল মামলায় রাজ্য সরকারকে সাময়িক স্বস্তি (SC Stays Calcutta HC Order) দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ 'অবৈধ'ভাবে নিযুক্তদের পুনর্বহালের আবেদন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

WBSSC scam: Supreme Court stays Calcutta High Court order for CBI probe
শিক্ষক দুর্নীতি মামলায় রাজ্যকে 'সুপ্রিম' স্বস্তি, সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ

By

Published : Nov 25, 2022, 2:09 PM IST

Updated : Nov 25, 2022, 2:27 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি (WBSSC scam) কাণ্ডে 'অযোগ্য' প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে (SC Stays Calcutta HC Order) রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন ৷ অবৈধ ভাবে নিযুক্তদের চাকরিতে পুনর্বহালের জন্য কার নির্দেশে আবেদন করা হয়েছিল, তার তদন্ত করতে সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সিঙ্গল বেঞ্চের সেই রায়ই বহাল রেখেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ তবে শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই আদেশে স্থগিতাদেশ দিয়েছে ৷ এর অর্থ এখনই সেই মামলার তদন্ত করবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবী শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করেন । বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলি কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার নির্দেশ দেন ৷ পাশাপাশি এই মামলায় রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈনকে আদালতে হাজিরার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই আদেশেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ফলে এখনই আদালতে হাজিরা দিতে হবে না মণীশ জৈনকে ৷

আরও পড়ুন:'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

বহু কোটি টাকার নিয়োগ দুর্নীতি কাণ্ডে যাঁরা 'অবৈধ' ভাবে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের পুনর্বহালের জন্য আবেদন করছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন ৷ সেই আবেদনে আদালতকে বলা হয়েছিল, "অতিরিক্ত পদ সৃষ্টি করে অযোগ্য প্রার্থীদের চাকরি বাঁচানো হোক ৷" এই আবেদনের পেছনে আসলে কার হাত রয়েছে ? এ কথা জানতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এক সপ্তাহের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশ করতে বলেন তিনি ৷ সেই রায়কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানো হলে, সেখানেও সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখা হয় ৷ তবে এ বার সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায়, আপাতত এই মামলার তদন্ত করবে না সিবিআই ৷

Last Updated : Nov 25, 2022, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details