পুরী, 15 ডিসেম্বর: সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু পশ্চিমবঙ্গের এক পর্যটকের (WB Tourists Death in Puri)৷ স্নান করতে নেমে তলিয়ে যান ওই পর্যটক ৷ মৃতের নাম লুপিন বিশ্বাস ৷ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা ওই পর্যটক ৷
জানা গিয়েছে, বুধবার 12 নম্বর সেক্টরের ভাগ্যলক্ষ্মী হোটেলের সামনে সমুদ্রে স্নান করতে নেমে ছিলেন ওই পর্যটক ৷ সেই সময়েই হঠাৎই সমুদ্রের ঢেউ আসায় তিনি ভারসাম্য সামলাতে না-পেরে ভেসে যান গভীর সমুদ্রে ৷ ঘটনাটি উপস্থিত লাইফ গার্ড ও দমকল কর্মীদের নজরে পড়তেই তাঁরা দ্রুত ওই পর্যটককে উদ্ধার করে সমুদ্র পাড়ে নিয়ে আসেন ৷ আংশকাজনক অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে ওই পর্যটককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷