পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jagdeep Dhankhar as Chancellor: 'আচার্য' হিসেবে রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগ, ফের পারদ চড়ালেন রাজ্যপাল - Jagdeep Dhankhar has appointed Mahua Mukherjee as Vice Chancellor of Rabindra Bharati University

ফের পারদ চড়িয়েছেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার টুইটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, 'আচার্য' পদাধিকারী হিসেবে রাজ্যপাল নৃত্য বিভাগের অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করলেন (Dhankhar has appointed Vice Chancellor of Rabindra Bharati University) ৷

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar

By

Published : Jun 30, 2022, 4:21 PM IST

Updated : Jun 30, 2022, 8:31 PM IST

কলকাতা, 30 জুন: ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ তাতে বলা হয়েছে, আর রাজ্যপাল নন ৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই রাজভবনে গিয়ে সস্ত্রীক জগদীপ ধনখড়ের সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Dhankhar has appointed Vice Chancellor of Rabindra Bharati University) ৷

রাজনৈতিক মহল ভেবেছিল, সমস্ত বিতর্কে বোধহয় 'ইতি' ৷ তারমধ্যেই এদিন ফের পারদ চড়িয়েছেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার টুইটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, 'আচার্য' পদাধিকারী হিসেবে রাজ্যপাল নৃত্য বিভাগের অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করলেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন : বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল

টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘আচার্য হিসেবে ধনখড় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য পদে বসিয়েছেন । 1981 সালের রবীন্দ্রভারতী আইনের (1) (বি) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম প্রস্তাব করে । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সঞ্জীবকুমার দত্ত এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় । তাঁদের মধ্যে থেকেই উপাচার্য বেছেছেন রাজ্যপাল ৷"

Last Updated : Jun 30, 2022, 8:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details