কলকাতা, 30 জুন: ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ তাতে বলা হয়েছে, আর রাজ্যপাল নন ৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই রাজভবনে গিয়ে সস্ত্রীক জগদীপ ধনখড়ের সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Dhankhar has appointed Vice Chancellor of Rabindra Bharati University) ৷
রাজনৈতিক মহল ভেবেছিল, সমস্ত বিতর্কে বোধহয় 'ইতি' ৷ তারমধ্যেই এদিন ফের পারদ চড়িয়েছেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার টুইটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, 'আচার্য' পদাধিকারী হিসেবে রাজ্যপাল নৃত্য বিভাগের অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করলেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷