নয়াদিল্লি, 28 মার্চ : সাতদিন কেটে গেলেও রামপুরহাট গণহত্যার রেশ এখনও টাটকা রাজ্য-রাজনীতিতে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত সিটকে অকেজো করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে তদন্তভার সঁপে দিয়েছে হাইকোর্ট ৷ 7 এপ্রিলের মধ্যে আদালতে জমা পড়বে সিবিআইয়ের রিপোর্ট ৷ এমতাবস্থায় উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় সোমবার সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে (WB Governor Jagdeep Dhankhar meets Union Home Minister Amit Shah in Delhi) ৷
শাসকদলের তরফে বারংবার 'ষড়যন্ত্র' বলা হলেও আগেই বগটুইয়ের ঘটনাকে 'গণতন্ত্রের লজ্জা' আখ্যা দিয়েছেন ধনকড় ৷ তাই সোমবার রাজ্যপালের শাহী-সাক্ষাতের কারণ যে বগটুই গণহত্যা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না ৷ কারণ বগটুইয়ের ঘটনায় যে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে, তা মেনে নিয়েছেন খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লোজ হয়েছেন একাধিক পুলিশ আধিকারিকও ৷ সবমিলিয়ে রাজ্যে ঠুনকো আইন-শৃঙ্খলারই প্রতিচ্ছবি বগটুই, বলছে বিরোধীরা ৷