পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata will meet Modi today : আজ বিকেলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর মমতার - bsf jurisdiction increase issue

সোমবার নয়াদিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে (mamata will meet modi today) ৷ তাছাড়া বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গেও বৈঠক রয়েছে মমতার ৷

wb cm mamata banerjee will meet pm narendra modi today
Mamata will meet Modi today : আজ বিকেলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর মমতার

By

Published : Nov 24, 2021, 1:03 PM IST

কলকাতা, 24 নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আজ, বুধবার দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (wb cm mamata banerjee will meet pm narendra modi today) ৷ গত সোমবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ তারপর তিনি সেখানেই রয়েছেন ৷

নয়াদিল্লিতে যাওয়ার আগে কলকাতায় মমতা জানিয়েছিলেন, এই সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ৷ বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি (bsf juridiction increase issue) ও পশ্চিমবঙ্গের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে কথা বলবেন ৷ সেই মতো আজ দু’জনের সাক্ষাৎ হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Mamata Banerjee Wants to Go to Haryana: "ডাকলে আমি হরিয়ানাতেও যাব", দিল্লি থেকে ঘোষণা মমতার

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে জানা গিয়েছে যে, আজ বিকেল 5টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তবে বৈঠকের আলোচ্যসূচি কী হতে চলেছে, তা সরকারিভাবে জানা যায়নি ৷

বিএসএফ বিতর্ক

সম্প্রতি বিএসএফ (BSF) বা সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ কারণ, এতদিন সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফের কাজ করার এক্তিয়ার ছিল ৷ কিন্তু এখন তা বাড়িয়ে 50 কিলোমিটার করে দেওয়া হয়েছে ৷

এই নিয়ে বিরোধীরা সরব হয়েছে ৷ পঞ্জাব ও পশ্চিমবঙ্গ বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে ৷ প্রকাশ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা ৷ রাজনৈতিক মহল মনে করছে, বিএসএফ নিয়ে আপত্তি এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানাবেন মমতা ৷ তবে আগেই এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই এই ইস্যুতে দু’জনের কী আলোচনা হয়, এখন সেটাই দেখার ৷

নয়াদিল্লিতে মমতা

এদিকে মমতার এবারের সফরের দ্বিতীয়দিনে তিনজন রাজনৈতিক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁদের একজন নীতিশ কুমারের দল জেডিইউ থেকে এসেছেন ৷ আর দ্বিতীয়জন কংগ্রেস নেতা কীর্তি আজাদ ৷ তৃতীয় জন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার ৷ তাঁর সঙ্গে এখন কংগ্রেসের (Congress) যোগ নেই ৷ কিন্তু 2019-এ দল ছাড়ার আগে পর্যন্ত তিনি রাহুল গান্ধির (Rahul Gandhi) ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন ৷

আরও পড়ুন :Adhir Chowdhuri attacks TMC : বাংলাকে লুটে দিল্লিতে রাজনৈতিক ব্যবসা করছে তৃণমূল, কটাক্ষ অধীরের

তৃণমূলের তরফে জানানো হয়েছে, আজ দুপুর সাড়ে 3টের সময় বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর (Subramaniam Swamy) সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee to meet subramaniam swamy) ৷ স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ৷ প্রশ্ন উঠছে যে গতকাল কংগ্রেস ও জেডিইউ-এর (JDU) ঘর ভাঙানোর পর কি এবার বিজেপির (BJP) ঘর ভাঙাতে চলেছেন মমতা ?

বিজেপি বিরোধিতা নিয়ে বিতর্ক

জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে, মমতার দল কি আদৌ বিজেপি বিরোধী হতে চায় নাকি কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করতে চায় ? ত্রিপুরা-গোয়া থেকে দিল্লি, সর্বত্রই মমতা ও তাঁর দলের নেতা-নেত্রীরা মোদি বিরোধিতায় সরব ৷ কিন্তু তাঁদের দলে সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি যোগদান হয়েছে কংগ্রেস থেকেই ৷

তৃণমূলের অবশ্য দাবি, বিজেপি বিরোধিতায় কংগ্রেস শূন্য পেয়েছে ৷ বরং কংগ্রেসের দুর্বলতার জন্যই বিজেপি সারা দেশে কার্যত প্রতিদ্বন্দ্বীহীন ৷ এই পরিস্থিতিতে গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মোদির বিরুদ্ধে লড়াই করতে চাইছে ৷

সৌমিত্র খাঁ-র কটাক্ষ

দেশের বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস থেকেই বেরিয়ে তৃণমূল তৈরি এবং আর এখন তারা রাজ্যে কংগ্রেস কর্মীদের খুন করছে ৷ পরবর্তী লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ধরে কংগ্রেস নিজেদের শেষ করার প্রস্তুতি নিচ্ছে ৷’’

এমনকী তিনি মোদি-মমতা সাক্ষাৎ নিয়েও কটাক্ষ করেছেন ৷ বলেছেন, ‘‘এখানে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ আর আমাদের বিজেপি কর্মীদের পুড়িয়ে মারবেন ৷’’

আরও পড়ুন :Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

একই সঙ্গে মমতাকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, ‘‘তিনি (মমতা) যদি বিরোধীদের মুখ হন, তাহলে দেশের অখণ্ডতা বিপদের মুখে পড়বে ৷’’

ABOUT THE AUTHOR

...view details