কলকাতা, 24 নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আজ, বুধবার দেখা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (wb cm mamata banerjee will meet pm narendra modi today) ৷ গত সোমবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান মুখ্যমন্ত্রী ৷ তারপর তিনি সেখানেই রয়েছেন ৷
নয়াদিল্লিতে যাওয়ার আগে কলকাতায় মমতা জানিয়েছিলেন, এই সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ৷ বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি (bsf juridiction increase issue) ও পশ্চিমবঙ্গের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে কথা বলবেন ৷ সেই মতো আজ দু’জনের সাক্ষাৎ হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Mamata Banerjee Wants to Go to Haryana: "ডাকলে আমি হরিয়ানাতেও যাব", দিল্লি থেকে ঘোষণা মমতার
তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে জানা গিয়েছে যে, আজ বিকেল 5টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তবে বৈঠকের আলোচ্যসূচি কী হতে চলেছে, তা সরকারিভাবে জানা যায়নি ৷
বিএসএফ বিতর্ক
সম্প্রতি বিএসএফ (BSF) বা সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ কারণ, এতদিন সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফের কাজ করার এক্তিয়ার ছিল ৷ কিন্তু এখন তা বাড়িয়ে 50 কিলোমিটার করে দেওয়া হয়েছে ৷
এই নিয়ে বিরোধীরা সরব হয়েছে ৷ পঞ্জাব ও পশ্চিমবঙ্গ বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে ৷ প্রকাশ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা ৷ রাজনৈতিক মহল মনে করছে, বিএসএফ নিয়ে আপত্তি এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানাবেন মমতা ৷ তবে আগেই এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই এই ইস্যুতে দু’জনের কী আলোচনা হয়, এখন সেটাই দেখার ৷
নয়াদিল্লিতে মমতা
এদিকে মমতার এবারের সফরের দ্বিতীয়দিনে তিনজন রাজনৈতিক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁদের একজন নীতিশ কুমারের দল জেডিইউ থেকে এসেছেন ৷ আর দ্বিতীয়জন কংগ্রেস নেতা কীর্তি আজাদ ৷ তৃতীয় জন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার ৷ তাঁর সঙ্গে এখন কংগ্রেসের (Congress) যোগ নেই ৷ কিন্তু 2019-এ দল ছাড়ার আগে পর্যন্ত তিনি রাহুল গান্ধির (Rahul Gandhi) ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন ৷