সুলতানপুর, 12 জানুয়ারি : বিজেপি ছেড়ে গতকালই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷ দলত্যাগী সেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ অবিলম্বে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সুলতানপুর আদালত ৷ সাত বছরের পুরনো মামলায় স্বামী প্রসাদের নামে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ আগামী 24 জানুয়ারি তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে সুলতানপুর কোর্ট (Arrest warrant for swami prasad) ৷
জানা গিয়েছে, যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটি 2014 সালের ৷ দেব-দেবতাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্যের কারণে সেইসময় স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে মামলা হয় ৷ সেইসময় তিনি বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন ৷ বুধবার সেই মামলায় যোগী আদিত্যনাথের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রীর সুলতানপুর কোর্টে হাজির হওয়ার কথা ছিল ৷ যদিও তিনি উপস্থিত হননি ৷ এরপরই উত্তরপ্রদেশের প্রাক্তন শ্রমমন্ত্রী, স্বামী প্রসাদকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন এমপি-এমএলএ কোর্টের জজ ৷