পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Arrest warrant for swami prasad : দল ছাড়তেই স্বামী প্রসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - warrant issue for the arrest of former Uttar Pradesh cabinet minister swami prasad maurya

সাত বছরের পুরনো মামলায় স্বামী প্রসাদ মৌর্যের নামে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে (Arrest warrant for swami prasad) ৷ আগামী 24 জানুয়ারি তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে সুলতানপুর কোর্ট ৷

Arrest warrant for swami prasad
Arrest warrant for swami prasad

By

Published : Jan 12, 2022, 5:31 PM IST

Updated : Jan 12, 2022, 6:25 PM IST

সুলতানপুর, 12 জানুয়ারি : বিজেপি ছেড়ে গতকালই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷ দলত্যাগী সেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ অবিলম্বে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সুলতানপুর আদালত ৷ সাত বছরের পুরনো মামলায় স্বামী প্রসাদের নামে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ আগামী 24 জানুয়ারি তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে সুলতানপুর কোর্ট (Arrest warrant for swami prasad) ৷

জানা গিয়েছে, যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটি 2014 সালের ৷ দেব-দেবতাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্যের কারণে সেইসময় স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে মামলা হয় ৷ সেইসময় তিনি বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন ৷ বুধবার সেই মামলায় যোগী আদিত্যনাথের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রীর সুলতানপুর কোর্টে হাজির হওয়ার কথা ছিল ৷ যদিও তিনি উপস্থিত হননি ৷ এরপরই উত্তরপ্রদেশের প্রাক্তন শ্রমমন্ত্রী, স্বামী প্রসাদকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন এমপি-এমএলএ কোর্টের জজ ৷

তিনি যোগী সরকারের শ্রমমন্ত্রী ছিলেন ৷ মঙ্গলবারই সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে দলবদল করেন ৷ পাশাপাশি এদিনই দল ছাড়েন বিজেপির আরও তিন বিধায়ক ৷ ভগবতী সাগর, ব্রিজেশ প্রজাপতি ও রোশন লাল নামে তিন মৌর্য অনুগামী বিধায়কও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷ সেই ঘটনার একদিন পরই এই গ্রেফতারি পরোয়ানা ৷ সদ্য বিজেপি ত্যাগী স্বামী প্রসাদ বলেছেন, "এখনও আরও অনেক কিছু হতে বাকি ৷"

আরও পড়ুন : Yogi Minister Quits BJP : ভোটের মুখে যোগী-গড়ে ভাঙন, তিন বিধায়ককে নিয়ে সপাতে যোগ মন্ত্রীর

ভোটমুখী উত্তরপ্রদেশে বিজেপি ছাড়ার যেন হিড়িক পড়েছে ৷ গতকালের পর আজও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দারা সিং চৌহান ইস্তফা দিয়েছেন ৷ পদত্যাগের কারণ হিসেবে মৌর্যের মতোই দলিত, পিছিয়ে পড়া জাতি, কৃষকদের প্রতি দলের অবহেলাকে দায়ী করেছেন তিনি ৷ পদত্যাগী ওই মন্ত্রী সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করে টুইটারে তাঁকে দলে স্বাগত জানিয়েছেন অখিলেশ যাদব ৷

Last Updated : Jan 12, 2022, 6:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details