হিসার, 22 অক্টোবর:হিসার আদালত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা হরিয়ানার আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে (Warrant Against Former Cricketer Turn DSP Joginder Sharma) ৷ হিসারে একটি শ্লীলতাহানি ও তফসিলি জাতি-উপজাতি আইনের একটি মামলায় যোগিন্দর শর্মার বিরুদ্ধে এই জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত ৷ পাশাপাশি, এই মামলার শুনানিতে হাজির না থাকায় যোগিন্দর শর্মাকে 5 হাজার টাকার জরিমানা করেছেন বিচারক ৷ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । মিসবা-উল-হককে প্যাভিলিয়নে পাঠিয়ে সেই আস্থার মর্যাদা রাখেন যোগিন্দর । কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই উঠেছে বড় অভিযোগ ।
এই মামলার আইনজীবী রজত কালসান জানিয়েছেন, ডিএসপি যোগিন্দর শর্মা এর পরেও আদালতে হাজির না হলে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে ৷ জানা গিয়েছে, যোগিন্দর শর্মা যখন হিসারের ডিএসপি ছিলেন, তখন 2021 সালের 10 জুলাই, আজাদনগর থানায় রাজেন্দ্র নামে এক যুবকের বিরুদ্ধে আজাদ নগর থানায় এক মহিলার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ ওই ঘটনায় শ্লীলতাহানি ও মারধরের পাশাপাশি এসসি-এসটি আইনের ধারাতেও মামলা করা হয়েছিল ৷