হায়দরাবাদ: দিল্লি ও এনসিআর-সহ দেশের বহু রাজ্যে এই সময়ের তাণ্ডব চলছে । এমন পরিস্থিতিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্ষার জন্য । বর্ষার আগমনে মানুষ যেখানে প্রখর রোদ ও তাপ থেকে স্বস্তি পাবে সেখানে প্রকৃতির অপরূপ দৃশ্যও দেখা যাবে । আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বর্ষার মরশুম । এমন পরিস্থিতিতে এই বর্ষায় ছুটি কাটানোর পরিকল্পনা করছেন অনেকে । যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হন যারা বৃষ্টিতে ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং শীঘ্রই ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন তবে অবশ্যই এই জায়গাগুলিকে গন্তব্যে অন্তর্ভুক্ত করতে পারেন ।
গোয়া:গোয়া সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ৷ শুধুমাত্র দেশের নয়, সারা বিশ্বের মানুষের কাছে প্রিয় পর্যটন স্পট । বছরের যে কোনও মাসে এখানে যেতে পারলেও বর্ষায় মজা দ্বিগুণ হয়ে যায় । যদি বর্ষায় বন্ধু বা সঙ্গীর সঙ্গে উপভোগ করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে ।
শিলং:শিলং দেশের উত্তর-পূর্বে অবস্থিত একটি বিখ্যাত হিল স্টেশন । যেখানে বর্ষায় অনেকেই যেতে পছন্দ করেন । বর্ষায় এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ৷ এই মরশুমে ঘুরে আসতে পারেন মেঘালয়ের রাজধানি থেকে ৷