পটনা, 28 সেপ্টেম্বর: স্বল্পমূল্যে স্যানিটারি প্যাডের দাবি জানিয়েছিল এক ছাত্রী ৷ সরকারি আধিকারিককে জিজ্ঞেস করেছিল, সরকার 20-30 টাকায় স্যানিটারি প্যাড দিতে পারে কি না ? উত্তরে ওই আইএএস পদমর্যাদার সরকারি আধিকারির পালটা বলেন, এবার তো আশা করবে সরকার তোমাকে কন্ডোমও দেবে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পটনায় ৷ সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি (IAS Statement in Sashakt Betiyan Samridh Bihar) ৷
পটনায় আয়োজিত 'সশক্ত বেটি, সমৃদ্ধ বিহার' (Sashakt Betiyan Samridh Bihar Campaign) কর্মশালার মঞ্চে আইএএস অফিসার এবং স্কুলছাত্রীর এহেন কথোপকথনে শোরগোল পড়ে গিয়েছে । বিহারের মহিলা ও শিশু উন্নয়ন নিগমের (Women and Child Development Corporation ) প্রধান হরজ্যোত কউর ভামরা ছাত্রীটির প্রশ্নের জবাবে তাকে বলেন, "এই দাবিগুলির কি কোনও সীমা আছে ? দু'দিন পর তো জিন্স, তারপর সুন্দর জুতো চাইবে ৷ শেষ পর্যন্ত, পরিবার পরিকল্পনার কথা আসলে, কন্ডোমটাও বিনামূল্যে দিতে হবে ।"