পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IND vs PAK : পাক-বধে ভারতের সম্ভাব্য একাদশ বাছলেন লক্ষ্মণ - Playing XI

ভারত-পাকিস্তান ম্য়াচের আগে কোনও পূর্ব পরিসংখ্য়ান, ভবিষ্যদ্বাণী নাকি কাজ করে না ৷ ফলে কোনও ভবিষ্যৎবাণী না করেই ভারতের আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ বেছে ফেললেন ভিভিএস লক্ষ্মণ ৷

IND vs PAK
পাক-বধে ভারতের সম্ভাব্য একাদশ বাছলেন ভিভিএস লক্ষ্মণ

By

Published : Oct 24, 2021, 3:11 PM IST

দুবাই, 24 অক্টোবর : রবিবাসরীয় দুবাইয়ের সব পথ গিয়ে মিশবে শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৷ সেখানে হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ প্রস্তুত, কেবল দু'দলের ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা ৷ রবিবাসরীয় মহারণের গনগনে আগুনে গা সেঁকছেন ভারত-পাক দু'দেশের ক্রিকেট সমর্থকরা ৷ সেই উত্তাপই খানিক বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ৷ ভারতের সম্ভাব্য একাদশ বেছেছেন তিনি ৷

আরও পড়ুন : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

ভারত-পাকিস্তান ম্য়াচের আগে কোনও পূর্ব পরিসংখ্য়ান, ভবিষ্যদ্বাণী নাকি কাজ করে না ৷ অতীত যাই বলুক, ম্যাচের দিন স্নায়ুচাপ যাঁরা ভালভাবে সামলাতে পারবে বাজিমাত করবে তাঁরাই ৷ এমনই দাবি করে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কিন্তু, বাস্তব বলছে একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে 7 বার, টি-20তে 5 বার ৷ মোট 12 বারের প্রত্যেকবারই শেষ হাসি হেসেছে ভারত ৷ ফলে ম্যাচটা জিতে ইতিহাস গড়তে পারলে সমর্থকেরা কাঁধে তুলে নাচবেন সেকথা ভালই জানেন বাবররা ৷ অন্যদিকে জয়ের ব্যবধান বাড়াতে মরিয়া কোহলিরাও ৷

তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভারতের প্রথম একাদশ কেমন হবে বেছে নিলেন দেশের ব্যাটিং কিংবদন্তী ভিভিএস লক্ষ্মণ ৷ রোহিত শর্মা ও কেএল রাহুলকে দিয়েই ওপেনিং করাতে চান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ তিনে তাঁর পছন্দ বিরাট কোহলি ৷ চার এবং পাঁচ নম্বরে যথাক্রমে সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ ৷ অশ্বিন দলে থাকলেও হার্দিককেই দলে রেখেছেন লক্ষ্মণ ৷ তাঁর পছন্দের বাকি পাঁচ ক্রিকেটার হলেন রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী ৷

লক্ষ্মণের বেছে নেওয়া 'প্লেয়িং ইলেভেন'

  • রোহিত শর্মা
  • কে এল রাহুল
  • বিরাট কোহলি
  • সূর্যকুমার যাদব
  • ঋষভ পন্থ
  • হার্দিক পাণ্ডিয়া
  • রবীন্দ্র জাদেজা
  • ভুবনেশ্বর কুমার
  • মহম্মদ শামি
  • জসপ্রীত বুমরা
  • বরুণ চক্রবর্তী

ABOUT THE AUTHOR

...view details