নয়াদিল্লি, 11 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu Praises PM Narendra Modi) ৷ মোদিকে তিনি একজন ‘ফেনোমেনন’ হিসেবে উল্লেখ করেছেন (VP Naidu says Even detractors of Modi agree he is a phenomenon) ৷ পাশাপাশি মহাত্মা গান্ধির সঙ্গে তুলনা টানলেন প্রধানমন্ত্রীর ৷
বুধবার ‘মোদি @ 20 : ড্রিমস মিটিং ডেলিভারি’ শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu) ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তাঁর মতে, মোদি যে একজন ‘ফেনোমেনন’ তা মোদির বিরোধীরাও স্বীকার করবেন ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, মহাত্মা গান্ধি স্বাধীনতা সংগ্রামকে এলিট ক্লাসের হাত থেকে নিয়ে সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন ৷ মোদিও উন্নয়নের ধারাকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন ৷
পাশাপাশি তাঁর দাবি, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে উন্নয়নের যে ধারা মোদি শুরু করেছিলেন, তা তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেও ৷ মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন ৷ সেকথাও উল্লেখ করেছেন উপ-রাষ্ট্রপতি ৷ তাঁর দাবি, গত 20 বছরে মোদি স্বাধীন ভারতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছেন ৷