জয়পুর, 21 সেপ্টেম্বর: "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আপনি কী জাদু করেছিলেন ?", নবনির্বাচিত উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে এমন প্রশ্ন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ মঙ্গলবার রাজস্থান বিধানসভায় (Rajasthan legislative assembly) একটি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকড় ৷ সেখানেই এমন ইঙ্গিতপূর্ণ মজার প্রশ্নটি করেন কংগ্রেস বিধায়ক গেহলত (Rajasthan Chief Minister Ashok Gehlot exchanges wit over Vice President of India Jagdeep Dhankhar and CM Mamata Banerjee relation) ৷
রাষ্ট্রপতি উপ-নির্বাচনে বিরোধীরা জোট ঘোষণার কিছুদিন পরে তৃণমূল জানায়, তারা ভোটদানে বিরত থাকবে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) এমন সিদ্ধান্ত জগদীপ ধনকড়ের জন্য শাপে বর হয়েছিল বলসে মনে করে রাজনৈতিক মহল ৷ তাঁর জয়ের পথ প্রশস্ত হয়েছে ৷ এই প্রসঙ্গ উত্থাপন করে গেহলত জানতে চান মমতা-জগদীপের মধ্যে সমীকরণ ঠিক কেমন ছিল ?
প্রবীণ কংগ্রেস নেতা (Chief Minister Ashok Gehlot) বলেন, "সাধারণত, রাজনৈতিক সিদ্ধান্তগুলি কী ভাবে ও কেন নেওয়া হয়েছে, সেটা বুঝি ৷ আপনি রাজ্যপাল থাকাকালীন আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো ছিল ৷ কিন্তু পুরো দেশকে অবাক করে তিনি জানান তৃণমূল কংগ্রেস উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ৷" এরপর কিন্তু গেহলত ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, "এই ঘোষণার পর তো আপনার কোনও ঝঞ্ঝাট ছাড়াই আপনার এগিয়ে যাওয়ার ছিল, আর ঠিক সেটাই হয়েছে ৷"
আরও পড়ুন: বাংলায় সাংবিধানিক নৈরাজ্য চলছে, ফের মমতাকে নিশানা ধনকড়ের