পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

370 ধারা বাতিলের পর প্রথম ভোট কাশ্মীরে - গুপকর গ্যাং

প্রথম দফায় 43টি কেন্দ্রে ভোট হয়েছে । DDC নির্বাচনের প্রথম পর্বে মোট ভোট পড়েছে 51.76% ।

DDC elections
DDC elections

By

Published : Nov 28, 2020, 10:48 PM IST

শ্রীনগর, 28 নভেম্বর : জম্মু-কাশ্মীরে শেষ হল জেলা উন্নয়ন পরিষদ (DDC) নির্বাচনের প্রথম দফার ভোট । আজ সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ । চলে দুপুর দুটো পর্যন্ত । প্রথম দফায় 43টি কেন্দ্রে ভোট হয়েছে । 370 ধারা বাতিলের পর কাশ্মীর উপত্যকায় প্রথম ভোট হল ।

সরকারি বিবৃতি অনুযায়ী, DDC নির্বাচনের প্রথম পর্বে মোট ভোট পড়েছে 51.76% ।

এদিকে, জম্মু-কাশ্মীরে আট দফার DDC-র নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এগজ়িট পোলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন (SEC) । এ বিষয়ে এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, আজ এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার কে কে শর্মা ।

DDC নির্বাচনের প্রথম পর্ব

জম্মু-কাশ্মীরে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, "UPA সরকারের আমলে নির্বাচনে 76 শতাংশ ভোটার ভোট দিতেন । গণতন্ত্রের বিকাশ ঘটেছিল সেই সময় । এখন BJP সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রকে দুর্বল করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে ।"

প্রসঙ্গত, ভোটের আগে গুপকর ঘোষণাকে "দেশবিরোধী" আখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন, "গুপকর গ্যাং চায় বিদেশী শক্তি জম্মু-কাশ্মীরে হস্তক্ষেপ করুক ।"

ABOUT THE AUTHOR

...view details