পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা-বিধি মেনে শুরু GHMC-র ভোটগ্রহণ প্রক্রিয়া - গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন

কোরোনা পরিস্থিতিতে শুরু হল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন। এখানে ভোটার সংখ্যা 74 লাখের বেশি । মূল প্রতিদ্বন্দ্বী দলগুলি হল- TRS , BJP, AIMIM ও কংগ্রেস।

GHMC polls
শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া

By

Published : Dec 1, 2020, 7:46 AM IST

হায়দরাবাদ , 1 ডিসেম্বর : শুরু হল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন প্রক্রিয়া । সন্ধে 6টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ । কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে । ভোটগণনা হবে 4 ডিসেম্বর ।

150 টি ডিভিশনে 1 হাজার 122 জনের ভাগ্য নির্ধারিত করতে চলেছে 74 লাখের বেশি ভোটার । মোট 9 হাজার 101 টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে ।

EVM-র বদলে পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ । কোরোনা প্যানডেমিকের কারণে সুরক্ষা ব্যবস্থার দিকে কড়া নজরদারি দেওয়া হয়েছে । ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । গতকালই সমস্ত বুথ স্যানিটাইজ় করা হয়েছে । প্রত্যেক বুথের প্রবেশ ও প্রস্থান পথে স্যানিটাইজ়ার রাখা হয়েছে । সুস্থভাবে যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য প্রায় 50 হাজারের বেশি পুলিশ বিভিন্ন বুথে মোতায়েন করা হয়েছে । এমনই জানিয়েছে হায়দরাবাদ পুলিশ ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) , BJP ও কংগ্রেস । অন্যদিকে , AIMIM মোট 51 টি ডিভিশনে প্রার্থী দিয়েছে । 2016 সালের নির্বাচনে TRS মোট 99 টি আসনে জয়লাভ করেছিল । যেখানে MIM পেয়েছিল 44 টি আসন । অন্যদিকে , BJP মোট চারটি আসনে জয়ী হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details