জয়পুর, 25 নভেম্বর: কংগ্রেসের রাজস্থানে প্রশ্ন উঠছে, ফের কি অশোক গেহলতের উপরই ভরসা রাখবে মরুরাজ্যের নাগরিকরা । শনিবার ভোট শুরু হল রাজস্থানে ৷ 199 আসনে 1 হাজার 862 জন প্রার্থীদের ভাগ্যনির্ধারণ ৷ সকাল 7টা থেকে বিধানসভা রাজ্যে ভোটগ্রহণ পর্ব আরম্ভ হয়েছে ৷ ভোটের সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় সবাইকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
তিনি লিখেছেন, "রাজস্থান বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ হবে ৷ ভোটারদের কাছে আমার আবেদন, সবাই ভোট দিন এবং এই মতাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করুন ৷ প্রথম বার ভোট দিচ্ছেন এমন যুবক-যুবতীদের জন্য আমার শুভকামনা রইল ৷" রাজস্থানের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রবীণ গুপ্তা জানিয়েছেন, 51 হাজার 507টি বুথের ব্যবস্থা করা হয়েছে ৷ ভোটারের সংখ্যা 5 কোটি 25 লক্ষ 38 হাজার 105 ৷
একদিকে যখন নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা সামনে আসছে, অন্যদিকে ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি বলেন, "আমি মানুষের কাছে আবেদন করছি, তাদের স্বার্থে রাজ্যে যে প্রকল্পগুলির সূচনা করেছি, তাকে আরও শক্তিশালী করতে কংগ্রেস সরকারকে ফিরিয়ে আনুন ৷ যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ওই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে ৷ 2030 সাল পর্যন্ত আমাদের কর্মসূচি একেবারে পরিষ্কার ৷" রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট এদিন বলেন, "আমি আত্মবিশ্বাসী, কংগ্রেস এ রাজ্যে আরেকবার সুযোগ পাবেই ৷ সরকার গড়তে যে আসন সংখ্যা লাগবে, তা আমরা পাবই ৷ যাঁরা কথা রাখেন, এই রাজ্যে মানুষ তাঁদের ভোট দেবেন ৷"